সদরঘাটে লঞ্চে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

সদরঘাটে লঞ্চে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে শুক্রবার (৩০ জুন) একটি লঞ্চ পুড়ে গেছে। যাত্রীরা নেমে যাওয়ার কিছুক্ষণ পর আগুণ লাগে ময়ূর-৭ নামের লঞ্চটিতে। সদরঘাট টার্মিনালের লালকুঠি ঘাট এলাকায় সকালে লঞ্চটিতে আগুন লাগার পর, প্রায় দুই ঘন্টার চেষ্টায়, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়ূর-৭ লঞ্চের মালিক রফিক উল্লাহ বলেন, “চাঁদপুর থেকে টার্মিনাল থেকে ছেড়ে, সকাল সাড়ে ১০টার দিকে লঞ্চটি সদরঘাট টার্মিনালে পৌঁছায়। লঞ্চে কোনো যাত্রী ছিলো না,কারণ আগুন লাগার আগে সবাই লঞ্চ ছেড়ে গিয়েছিলেন।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।”

লঞ্চের মালিক রফিক উল্লাহ বলেন, “কেবিনে এয়ার কন্ডিশনার বিস্ফোরণের কারণে আগুন লাগতে পারে হতে পারে।” তবে, আগুনের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।