কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পর্কে মিথ্যা ভিডিও প্রচারের অভিযোগে বিজেপির নেতার বিরুদ্ধে এফআইআর

বিজেপি আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্যর। (ফাইল ছবি)

ভারতে বিজেপি আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্যর বিরুদ্ধে রাহুল গান্ধীর ভুয়ো ভিডিও পোস্ট করার অভিযোগে মঙ্গলবার ২৭ জুন এফআইআর দায়ের হয়েছে। কর্নাটক প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ভারপ্রাপ্ত নেতা রমেশবাবুর অভিযোগের ভিত্তিতেই কর্নাটকের হাই গ্রাউন্ড থানায় এই এফআইআর হয়।

রমেশবাবু তাঁর অভিযোগে জানিয়েছেন, অমিত মালব্য ‘ভোটারদের মধ্যে পারস্পরিক শত্রুতা’ তৈরি করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। ১৭ জুন অমিত মালব্যর করা একটি টুইটকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস নেতা এই অভিযোগ করেন।

রমেশবাবুর অভিযোগ, অমিত মালব্য তাঁর টুইটে রাহুল গান্ধীকে 'একজন বিপজ্জনক এবং ক্ষতিকর ব্যক্তি' হিসেবে চিহ্নিত করেছেন যিনি প্রবল ভারত বিরোধী এবং বিদেশে গিয়ে ভারতের সম্মানহানি করার জন্য কোনও চেষ্টার কসুর করেন না কারণ রাহুল গান্ধীর একটিই উদ্দেশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিব্রত করা। রমেশবাবুর বক্তব্য মালব্যর এই টুইট আদ্যন্ত মানহানিকর এবং ঘৃণা প্রচারের সহায়ক। টুইটে থাকা ভিডিওটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্যোগ বলে মনে করেছেন অভিযোগকারী।

মালব্যর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় যে অভিযোগগুলি নথিভুক্ত করা হয়েছে তার মধ্যে আছে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা, অপরাধমূলক ষড়যন্ত্র, ঘৃণাভাষণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কার্যকলাপ।

কর্নাটকের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়্গেও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অমিত মালব্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং চণ্ডীগড়ের বিজেপি প্রেসিডেন্ট অরুণ সুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মন্ত্রী তাঁর অভিযোগে জানিয়েছেন, মালব্যর শেয়ার করা ভিডিওটিতে স্পষ্ট তিনি এই কাজটি করেছেন রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং একই সঙ্গে জাতীয় কংগ্রেস ও তার নেতাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করার জন্য।

যদিও মালব্যর বিরুদ্ধে রমেশবাবুর অভিযোগের ভিত্তিতেই শুধুমাত্র এফআইআর দায়ের হয়েছে।