ভারতে দলিত জনগোষ্ঠীর ভীম আর্মি দলের প্রধান চন্দ্রশেখর আজাদ (রাবণ) গুলিবিদ্ধ হয়েছেন উত্তর প্রদেশে। বুধবার ২৮ জুন বিকেলে এই ঘটনা ঘটেছে শাহরানপুরে। সন্ধে ছ’টা ১০ মিনিটের খবর রাবণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ সূত্রে জানা গিয়েছে, শাহারানপুরে একটি কর্মসূচিতে গিয়েছিলেন রাবণ। সেখানেই তাঁর উপর হামলা চলে। একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলি চালায় ভীম আর্মির প্রধানের উপর। কনভয়ের উপর হামলা চলে। হরিয়ানার নম্বর প্লেট লাগানো গাড়ি নিয়ে এসে রাবনের উপর হামলা চালানো হয় বলে খবর।
ভারতে ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ গুলিবিদ্ধ হয়েছেন উত্তর প্রদেশে
যে সময়ে হামলা চলে সেই সময়ে একটি টয়োটা ফরচুনার গাড়িতে বসেছিলেন রাবণ। একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ফরচুনারের সিট ফুটো হয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাতক এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। একটি সূত্রের দাবি, রাবণের আঘাত গুরুতর নয়। তবে পুলিশের তরফে এখনও সরকারিভাবে কিছু জানা যায়নি। বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত জানা যায়নি।