বৃষ্টিতে ঢাকায় যান চলাচল ব্যাহত—ভোগান্তিতে নগরবাসী

বৃষ্টিতে ঢাকায় যান চলাচল ব্যাহত—ভোগান্তিতে নগরবাসী

সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বাংলাদেশের রাজধানী ঢাকায় বুধবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। এরপর থেমে থেমে বৃষ্টি হয়।

এদিকে ঢাকা থেকে কাছের মানুষদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি রওনা হওয়া মানুষেরা এদিন বৃষ্টির কারণে যানজট ও অন্য নানা সমস্যার সম্মুখীন হন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির জানান, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, এ বৃষ্টিপাত ২৯ জুন (বৃহস্পতিবার) অর্থাৎ ঈদুল আজহার দিনও অব্যাহত থাকতে পারে এবং বিকেলে তা হ্রাস পেতে পারে।

এদিকে যারা এখনো কোরবানির পশু কিনতে পারেননি তারা গরুর হাটে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত আবহাওয়া অফিস ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

বুলেটিনে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।