বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে ত্যাগের চেতনায় উদ্দীপ্ত হয়ে মানবজাতির কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “আসুন আমরা সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করি”।
ঈদুল আজহা উপলক্ষে বুধবার (২৮ জুন) এক ভিডিও বার্তায় শেখ হাসিনা এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় শেখ হাসিনা আরও বলেন, “কোরবানির অর্থ বিসর্জন। ঈদুল আজহা অর্থবহ হয়ে ওঠে নীচতা, নির্দয়তা, অহংকার ও আত্মকেন্দ্রিকতা বিসর্জন দিয়ে”।