সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

ঈদুল আজহা উপলক্ষে বুধবার (২৮ জুন) এক ভিডিও বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে ত্যাগের চেতনায় উদ্দীপ্ত হয়ে মানবজাতির কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “আসুন আমরা সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করি”।

ঈদুল আজহা উপলক্ষে বুধবার (২৮ জুন) এক ভিডিও বার্তায় শেখ হাসিনা এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় শেখ হাসিনা আরও বলেন, “কোরবানির অর্থ বিসর্জন। ঈদুল আজহা অর্থবহ হয়ে ওঠে নীচতা, নির্দয়তা, অহংকার ও আত্মকেন্দ্রিকতা বিসর্জন দিয়ে”।