বাংলাদেশে ঈদের ছুটি শুরু, প্রভাব পড়েছে মহাসড়কে

মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ২৭ জুন, ২০২৩।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে, মঙ্গলবার (২৭ জুন) থেকে চার দিনের ছুটি শুরু হয়েছে। এর প্রভাব পড়েছে বিভিন্ন মহাসড়কে। বিশেষ করে, উত্তরাঞ্চলমুখী মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে অসহনীয় যানজট নেই বলে জানিয়েছেন যাত্রীরা।

মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।চান্দিনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, বোর্ড বাজার, গাজীপুরা-সহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ধীর গতিতে যানবাহন চলাচল করছে।

রাজধানী থেকে উত্তরাঞ্চলে যাওয়ার প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ তুলনামূলক বেশি।চন্দ্রা ত্রি-মোড়ে ধীরগতিতে চলছে যানবাহন। ঘরমুখো লোকজন জানিয়েছেন, যানবাহনের চাপ থাকলেও অসহনীয় নয়। তবে পরিবহন শ্রমিকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মাহবুব আলম জানান, টঙ্গী থেকে চান্দিনা মোড় পর্যন্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমান বলেন, “যানজট নিরসনে,নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২টি টিম কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।”

পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীর চাপ কম

এদিকে, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মঙ্গলবার সকালে ঈদ যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম দেখা গেছে।পদ্মা সেতু চালু হওয়ার পর, এই টার্মিনালে যানবাহন ও যাত্রী কমেছে।

পাটুরিয়া ঘাট

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ জানিয়েছেন, “ঈদে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ফেরির সংখ্যা বাড়িয়ে ১৮টি করা হয়েছে। ঢাকার দিক থেকে যাত্রীদের পারাপারের সুবিধার্থে, ওপার থেকে খালি ফেরি ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।”

বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, কোরবানির পশু বোঝাই ট্রাক বহনের জন্য একটি বিশেষ ফেরির ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা থাকলেও, যানজট না থাকায়, ট্রাক চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।