শিগগির এক দফা আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ২৬ জুন, ২০২৩।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে তাদের দল শিগগির এক দফা আন্দোলন শুরু করবে। সোমবার (২৬ জুন) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, “আমরা কার্যত এক দফা আন্দোলনে আছি; খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।”

মির্জা ফখরুল বলেন, “আগামী নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠানের জন্য, সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের উপযুক্ত ও গ্রহণযোগ্য কাঠামো বের করা সম্ভব। ঈদুল আজহার পর, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নিতে, সরকারকে বাধ্য করতে, আন্দোলন জোরদার করা হবে।”

বিএনপি মহাসচিব বলেন, “যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে কথা বলছি; কারণ আমরা আন্দোলন বাড়াতে চাই এবং তা আরো জোরদার করা হবে। আমরা ইতোমধ্যেই আলোচনা শুরু করেছি (নির্বাচনকালীন সরকার নিয়ে) এবং একটি সেমিনারে পঞ্চদশ সংশোধনী নিয়ে কথা বলেছি। আমরা ভবিষ্যতে এ বিষয়ে আরো সুনির্দিষ্টভাবে কথা বলবো।”

তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকারের একটি উপযুক্ত কাঠামো নির্ধারণ করতে সংবিধান ও আইন বিশেষজ্ঞদের এ বিষয়ে তাদের মতামত দেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আর, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করতে, বর্তমান সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করার সদিচ্ছা দেখাবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।