ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচন আটকে গেল আইনি জটিলতায়, আন্দোলনরত কুস্তিগিরদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচন আটকে গেল আইনি জটিলতায়, আন্দোলনরত কুস্তিগিরদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।

ভারতীয় কুস্তি ফেডারেশনের সাধারণ নির্বাচন এবার আটকে গেল আইনি জটে। আগামী ১১ জুলাই এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গুয়াহাটি আদালতের নির্দেশের পর সেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিল।

সম্প্রতি অসম কুস্তি সংস্থা, গুয়াহাটি আদালতে জাতীয় কুস্তি ফেডারেশন, ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন ও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের বিরুদ্ধে মামলা করেছিল। তাদের অভিযোগ ছিল, যোগ্যতা থাকা সত্ত্বেও অসম কুস্তি সংস্থাকে জাতীয় কুস্তি ফেডারেশনের সদস্য করা হয়নি।

অসম কুস্তি সংস্থার দাবি, ২০১৪ সালে কুস্তি ফেডারেশনের সাধারণ সভায় তাদের সদস্য করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এখনও সেটা কার্যকর হয়নি। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না হওয়ায় নির্বাচনে তারা প্রার্থী দিতে পারবে না। ফলে রাজ্যের কুস্তি নিয়ে কোনও বক্তব্য পেশ করার ক্ষমতা থাকবে না তাদের।

আদালতে তারা দাবি করে, যতদিন পর্যন্ত না তাদের জাতীয় কুস্তি ফেডারেশনের অংশ করা হচ্ছে, ততদিন নির্বাচন যেন না হয়। এই বিষয়ে একটি হলফনামাও আদালতে পেশ করে অসম কুস্তি সংস্থা। তারপরই আদালত কুস্তি ফেডারেশনের সাধারণ নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করে। আদালত আরও জানায়, যতদিন না পরবর্তী নির্দেশ আসছে, ততদিন নির্বাচন হবে না। আগামী ১৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।