মাদক নিয়ন্ত্রণে নারীরা বড় ভূমিকা রাখতে পারেন: ডেপুটি স্পিকার

রাজধানী ঢাকার বারডেম হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। ২৫ জুন, ২০২৩।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, “আইনের মাধ্যমে মাদকের ব্যবহার কিছুটা কমানো যেতে পারে; তবে নির্মূল করা সম্ভব নয়। আর মাদক নির্মূল করতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারন আমাদের নারীরা।” রবিবার (২৫ জুন) রাজধানী ঢাকার বারডেম হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, “মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা গড়ে তোলার মাধ্যমে প্রতিটি পরিবারকে, যুব সমাজকে এই অবক্ষয় থেকে বাঁচাতে হবে। উন্নয়নের অংশীদার হতে হলে, সকল নাগরিককে মাদকবিরোধী দায়িত্ব নিতে হবে।”

শামসুল হক টুকু বলেন, “সমাজে নানাবিধ অপরাধ সংঘটিত হওয়ার মূল কারণ মাদক। বিবাহ বিচ্ছেদ, যৌতুক, নারীর প্রতিসহিংসতা, সড়ক দুর্ঘটনা, নৈতিক অবক্ষয় সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে মাদক। পরিবারে মাদক নির্মূলে, নারীরা তাদের সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনতে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।”

ডেপুটি স্পিকার বলেন, সকল উন্নয়নেই নারীরা বড় ভূমিকা রাখছে, তাই এখানেও রাখতে পারে। নারীরা পারে না এমন কোনো কাজ নেই।”