উত্তর-পূর্ব ভারতের অসমে বন্যা পরিস্থিতির অবনতি, ঘরছাড়া ৫ লক্ষ মানুষ, ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পূর্ব ভারতের অসমে বন্যা পরিস্থিতির অবনতি, ঘরছাড়া ৫ লক্ষ মানুষ, ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পূর্ব ভারতের অসমে ক্রমাগত অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। একটানা বৃষ্টিতে ফুঁসছে ব্রহ্মপুত্র নদ ও তার একাধিক শাখানদী। জলের তোড়ে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা, জনজীবন, চাষের জমি। ২২ জেলা জুড়ে ঘরছাড়া প্রায় ৫ লক্ষ মানুষ।

অসমের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে বাকসা, বরাপেটা, দারাং, ধেমাজি, ধুবড়ি, কোকরাঝাড়, লখিমপুর, শোনিতপুর, উদালগিরি এবং নলবাড়ি। নলবাড়ির পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানকার ১০৮টি গ্রামের ৫০ হাজারেরও বেশি মানুষ সর্বস্ব হারিয়ে ত্রাণশিবিরে মাথা গুঁজেছেন। গবাদি পশু নিয়ে অসহায় আরও কয়েক হাজার। বন্যার বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানা গেছে, আগামী কয়েক দিন অসমে এরকমই বৃষ্টি চলবে। অসমের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নদীগুলি প্লাবিত হতেই থাকবে। প্রতিবছরই বর্ষায় এই পরিস্থিতির শিকার হয় অসম। চলতি বছরে এই প্রথমবার বন্যা-দুর্গতের সংখ্যা ১ লক্ষ ছাড়াল।

ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে সেনা, আধাসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও আপৎকালীন বাহিনী, স্থানীয় প্রশাসন সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। ৫ জেলায় ১৭টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে।