শুক্রবার ২৩ জুন ভারতে বিহারের পাটনায় বিজেপি বিরোধী দলগুলির মহাবৈঠক অনুষ্ঠিত হয়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে আয়োজিত বৈঠকে পনেরোটি দলের প্রধান নেতা উপস্থিত হয়েছিলেন। সকাল ১১’টায় বৈঠক শুরু হয়।
তার পনেরো মিনিট আগেই পৌঁছে যান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধী। কয়েক মিনিট পরই পৌঁছান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি ঘোষণা করে তারা দিল্লির অর্ডিন্যান্স নিয়ে আলোচনা এবং কংগ্রেস বৈঠকে আপ-এর লড়াইকে সমর্থনের কথা না জানালে তিনি বৈঠক থেকে ওয়াক আউট করবেন। তবে বৈঠক শুরুর মুখে কেজরিওয়ালের আচরণে সৌজন্যের কোনও ঘাটতি দেখা যায়নি। অনুষ্ঠান বাড়ির কর্তার মতো সদর দরজায় দাঁড়িয়ে নীতীশ কুমার আমন্ত্রিত নেতাদের স্বাগত জানান।
এদিকে, পাটনায় বৈঠক শুরুর মুখেই বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি শুক্রবার ছিলেন ভারতের কাশ্মীরে। সেখানে এক অনুষ্ঠানের ভাষণে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিরোধী নেতাদের আজ ফটো সেশন আছে পাটনায়। সকলে সেখানে গিয়েছেন। ওঁরা হাত ধরাধরি করে দাঁড়াবেন। তারপর ছবি তোলা হবে।"
অমিত শাহ আরও বলেন, "বিরোধীদের এই ফটো সেশন নতুন কিছু নয়। আগেও ওঁরা হাত ধরাধরি করে দাঁড়িয়েছেন। তাতে ভোটের ফলাফলে কোনও তারতম্য হয় না।" তাঁর দাবি, "আগামী লোকসভা ভোটেও নরেন্দ্র মোদী অন্তত ৩০০ আসনের অধিকারী হয়ে ফের সরকার গড়বেন। মোদীজির কোনও বিকল্প নেই।"