এ বছর ৮ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। (ফাইল ছবি)

কোরবানির পর ৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার (১৯ জুন) রএকটি 'স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট'- বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, “ কোরবানি উপলেক্ষে স্থাপন করা ডিএনসিসির ৮টি অস্থায়ী পশুর হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থা থাকবে।”

মেয়র আতিকুল ইসলাম বলেন, “আমি যখন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি, তখন কোরবানির বর্জ্য অপসারণ হতো ৪৮ ঘন্টার মধ্যে। পরের বছর থেকে ২৪ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের উদ্যোগ নেয়া হয়।আর, গত কোরবানির ঈদে বর্জ্য অপসারণ করেছি ১২ ঘন্টায়।”

তিনি বলেন, “এবার ঘোষণা দিতে চাই, সবার চেষ্টায় এই ঈদে, আমরা, উত্তর সিটি কর্পোরেশন ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবো।” মেয়র আতিক জানান, কোরবানির বর্জ্য অপসারণের সঙ্গে জড়িত ঢাকা উত্তর সিটির সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

বর্জ্য অপসারণ কার্যক্রমে ১১ হাজার কর্মী মাঠে থাকবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম।