সাংবাদিক রব্বানী হত্যা: অভিযুক্ত বাবুসহ ১২ জন রিমান্ডে

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। (ফাইল ফটো)।

বাংলাদেশের জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৩ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন জামালপুরের আদালত। অভিযুক্ত ব্যক্তিদের রবিবার (১৮ জুন) আদালতে হাজির করা হলে, মুখ্য বিচারিক হাকিম তানভীর আহমেদ এ আদেশ দেন।

এর মধ্যে ইউপি চেয়ারম্যান বাবুকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া রিয়াজুল, সুমন, মিলন, তোফাজ্জেলও আয়নাল হককে চারদিন; মনির, জাকির, কপিল উদ্দিন, ফজলু মিয়া, শহীদ, মকবুল, ও ওয়াহিদুজ্জামানকে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার আদেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুন সাংবাদিক রব্বানী বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলায় হামলার শিকার হন।হামলাকারীরা তাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়।পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পরে, রব্বানীর স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। শনিবার (১৭ জুন) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান বাবুসহ দুইজনকে আটক করা হয়। আর, অন্যদের আটক করা হয় জেলার বিভিন্ন স্থান থেকে।