একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে, বাইরের কোনো হস্তক্ষেপের কাছে বাংলাদেশ নতি স্বীকার করবে না বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রবিবার (১৮ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ দরবারে (সমাবেশ) ভাষণ দিচ্ছিলেন। শেখ হাসিনা বলেন, “আমরা কারো হস্তক্ষেপে নতি স্বীকার করবো না। এটা আমাদের সিদ্ধান্ত।”
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “আমরা একটি স্বাধীন জাতি। আমরা একটি যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ অর্জন করেছি।”
তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত ‘সবার সাথে বন্ধুত্ব এবং কারো সাথে বৈরিতা নয়’-নীতি অনুসরণ করছে। শেখ হাসিনা বলেন, “সরকার প্রয়োজনীয় সকলের সঙ্গে বন্ধুত্ব করছে এবং দেশের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা করছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং অনেক বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে।”
বাংলাদেশ বারবার বাধা ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, “আমরা সফলভাবে এগুলো (বাধা) কাটিয়ে উঠেছি। এমনকি এখনো অনেক বাধা ও ষড়যন্ত্র চলছে। কারণ একটি দেশ যখন দ্রুত এগিয়ে যায়, তখন অনেকেই তা সহ্য করতে পারে না। তাই, তারা বিভিন্ন ধরনের ঝামেলা শুরু করে।”
বিশ্ব মঞ্চে একটি স্বাধীন ও বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে দেশের সকল মানুষকে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, “এগুলো নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।”
আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নজর দিতে বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “প্রযুক্তি আমাদের উন্নয়নের পথ খুলে দিয়েছে। তবে, আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে, যাতে এই প্রযুক্তিগুলো আমাদের দেশের মানুষের ক্ষতি করতে না পারে।”
প্রযুক্তি অনেক শঙ্কা তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, “আমি মনে করি সন্ত্রাস ও জঙ্গিবাদের ধরন পাল্টে যাচ্ছে।” দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য এসএসএফ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।