অধিকার আদায় করেই ঘরে ফিরবে বিএনপি: মির্জা ফখরুল

অধিকার আদায় করেই ঘরে ফিরবে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এবার আওয়ামী লীগের কারচুপি বন্ধে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। বিএনপি এবার মাঠে নেমেছে, তাদের অধিকার আদায় করেই ঘরে ফিরবে।” শুক্রবার (১৬ জুন) বিকালে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “সরকার বন্দুকের ভয় দেখিয়ে, গুম-খুনের মাধ্যমে জোর করে ক্ষমতা ধরে রেখেছে। এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে।” সরকার বিরোধী আন্দোলনে জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

খালেদা জিয়ার মুক্তি, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর বিএনপি'র আহবায়ক আমান উল্লাহ আমানের বিরূদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

প্রশাসনের প্রতি মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ সরকার এদেশের শেষ সরকার নয়। আগামীতে এদেশে আরো সরকার গঠন হবে। তাই সকলকে তার নিজ নিজ জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে।”

বিএনপির অনেক নেতা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন: ওবায়দুল কাদের

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অনেক নেতা গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।এজন্য বিভিন্ন জায়গায় তারা দৌড়ঝাঁপ করছেন। শুক্রবার (১৬ জুন) বিকালে রাজধানী ঢাকার মিরপুরে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির নিজেদের দলের ওপরই নিয়ন্ত্রণ নেই। বিভিন্ন সিটি নির্বাচনে তাদের নেতাকর্মীরা প্রার্থী হয়েছেন। মির্জা ফখরুলের কথা শোনেনি। এখন তাদের অনেক নেতা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে জায়গায় জায়গায় দৌড়ঝাঁপ করছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি জানে আগামী নির্বাচনে তাদের হেরে যাওয়ার ভয় রয়েছে। এজন্য তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। টাকা-পয়সা দিয়ে লবিস্ট নিয়োগ করে। লবিস্ট নিয়োগ করার এত টাকা বিএনপি কোথায় পায়।”

তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে বিএনপিও আসবে। অনেক দল আসবে। দলের অভাব হবে না। বিএনপি যতই ষড়যন্ত্র করুক, নির্বাচন এদেশে হবেই।

ওবায়দুল কাদের আরো বলেন “আমরা কারো ওপর হস্তক্ষেপ করি না। আমাদের নির্বাচনে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ চাই না। নিয়মকানুন মেনে নির্বাচনে যাচ্ছি। নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার প্রধান শেখ হাসিনাই থাকবেন।”