সাংবাদিক রব্বানীর খুনিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন: অধিকার সংগঠন এমএসএফ

সাংবাদিক রব্বানী

নিউজ পোর্টাল ‘বাংলানিউজটোয়েন্টিফোর’-এর জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানীকে হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্যতম অধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল।

এমএসএফ এক বিবৃতিতে গোলাম রব্বানীকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর হামলা, উদ্বেগজনকভাবে সাধারণ ঘটনা হয়ে উঠেছে; যা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। গোলাম রব্বানীর মৃত্যু, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসীদের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি করেছে।”

বিবৃতিতে আরো বলা হয়, “গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকতার ওপর এই ঘটনার ব্যাপক প্রভাব বিবেচনা করে, সাংবাদিকের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থার দাবি জানাচ্ছে এমএসএফ।”

উল্লেখ্য, গত ১৪ জুন বাড়ি ফেরার সময়, জামালপুরের বকশীগঞ্জে একদল সন্ত্রাসীর হামলার শিকার হন গোলাম রব্বানী। হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে যায়। গোলাম রব্বানীর স্ত্রী মনিরা বেগম অভিযোগ করেছেন যে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলমের নির্দেশে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

মনিরা বেগম জানান, ঘটনার আগে তার স্বামী হয়রানির শিকার হয়েছিলেন এবং চেয়ারম্যানের সহযোগীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, “সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ছয়জনকে আটক করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে, এই হত্যার ঘটনায়, থানায় কোনো আনুষ্ঠানিক মামলা হয়নি।”