নেই নাবালিকাকে যৌন হেনস্থার প্রমাণ: ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর বাতিলের আর্জি দিল্লি পুলিশের

নেই নাবালিকাকে যৌন হেনস্থার প্রমাণ: ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর বাতিলের আর্জি দিল্লি পুলিশের

ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন দেশের কুস্তিগিররা। চলছে তাঁদের আন্দোলন। সেই অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার ১৫ জুন দিল্লির পাতিয়ালা আদালতে এই তদন্তের চার্জশিট জমা দেয় তারা। সেখানেই দিল্লি পুলিশ জানায়, ব্রিজভূষণের বিরুদ্ধে নাবালিকা কুস্তিগিরকে যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছিল, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই পকসো আইনের ধারায় যে এফআইআর দায়ের হয়েছিল বিজেপি সাংসদের বিরুদ্ধে তা খারিজ করার আবেদন জানায় দিল্লি পুলিশ।

সংবাদ সূত্রের খবর, যে নাবালিকা কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিল, সে পরে সেই অভিযোগ তুলে নেয়। তাঁর দাবি, টুর্নামেন্টে তাকে নির্বাচিত করা হয়নি। তাই রাগে-দুঃখে কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে মামলা করেছিল। যদিও কুস্তিগিররা সংবাদ মাধ্যমের সামনে আগেই জানিয়েছিলেন ওই নাবালিকা কুস্তিগির ও তাঁর পরিবার প্রবল রাজনৈতিক চাপ ও হুমকির সামনে বাধ্য হয়েছেন বয়ান বদল করতে।

চলতি বছরের প্রথম থেকেই ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে দেশ। কুস্তিগিরদের দাবি ছিল, ব্রিজভূষণকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। যদিও সেই ব্যাপারে কেন্দ্র সরকারের ‘উদাসীনতা’র অভিযোগও তুলেছিলেন কুস্তিগিররা।

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই দিল্লি পুলিশ বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। তদন্তের অগ্রগতি নিয়েও অভিযোগ ছিল কুস্তিগিরদের। তবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর নির্দেশের পরই দিল্লি পুলিশ এই মামলার তদন্তের চার্জশিট জমা দেয়। দিল্লি পুলিশের চার্জশিটের পর এখন দেখার এই মামলার মোড় কোনদিকে বাঁক নেয়।