বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী নরওয়ে

অসলো ফোরাম ২০২৩–এ পার্শ্ব বৈঠকে নরওয়ের স্টেট সেক্রেটারি অব ফরেন অ্যাফেয়ার্স এরলিং রিমেস্টাড এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

নরওয়ের ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

নরওয়ের স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) অসলো ফোরাম ২০২৩–এর সাইডলাইনে অসলো শহরে অনুষ্ঠিত এক বৈঠকে দেশটির স্টেট সেক্রেটারি অব ফরেন অ্যাফেয়ার্স এরলিং রিমেস্টাড বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের কাছে এই আগ্রহ প্রকাশ করেন।

দুই পক্ষ জাহাজ পুনর্ব্যবহার ও নীল অর্থনীতিতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাৎকালে মো. শাহরিয়ার আলম বিগত ৫০ বছরে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা এবং বিশেষ করে আর্থিক খাতে নরফান্ডের বিনিয়োগের জন্য নরওয়েকে ধন্যবাদ জানান।

মো. শাহরিয়ার আলম বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং তাদের নিরাপদ, টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে নরওয়ের রাজনৈতিক সহায়তার প্রশংসা করেন।

নরওয়ের স্টেট সেক্রেটারি নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের দ্রুত আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।

বঙ্গোপসাগরে সামুদ্রিক সম্পদ আহরণ এবং গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়েও দুই পক্ষ আলোচনা করেছে।