বাংলাদেশ সফরে এসেছেন ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ড্যান জার্গেনসেন

‘সাসটেইনেবল অ্যান্ড গ্রিন ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট’ বিষয়ে বাংলাদেশ-ডেনমার্ক যৌথ কর্মপরিকল্পনার উদ্বোধনে ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ড্যান জার্গেনসেন ও প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী।

বাংলাদেশ সফরে এসেছেন ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক জলবায়ু নীতি বিষয়ক মন্ত্রী ড্যান জার্গেনসেন। মঙ্গলবার (১৩ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে জলবায়ু পরিবর্তনের এজেন্ডায় সম্পৃক্ত হওয়া এবং সবুজ প্রবৃদ্ধি ও বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হবে। সম্প্রতি বাংলাদেশ ও ডেনমার্ক, দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি ২০২৩-২০২৮ বাস্তবায়নের জন্য ৩০ কোটি ডেনিশ ক্রোন বা প্রায় ৪৭৪ কোটি টাকার অনুদানভিত্তিক ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে।

ফ্রেমওয়ার্ক চুক্তির কৌশলগত লক্ষ্য হলো; নারী ও মেয়েদের ক্ষমতায়নের মাধ্যমে গণতন্ত্রের শক্তিশালীকরণ, তরুণদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার উন্নয়ন; বিষয়গুলো বাংলাদেশের নীতিতে অগ্রাধিকারা পাবে।

ডেনমার্ক সরকার এবং বাংলাদেশ সরকারের দ্বিপক্ষীয় সহযোগিতার ৫০ বছরের দীর্ঘ ইতিহাস রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই দীর্ঘ সময়ে ডেনমার্ক কৃষি, পানি ও পয়ঃনিষ্কাশন, পরিবহন খাত, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও সুশাসন কর্মসূচির ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করে আসছে।”

বাংলাদেশ-ডেনমার্ক কর্মপরিকল্পনা উদ্বোধন

এদিকে, বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক জলবায়ু নীতি বিষয়ক মন্ত্রী ড্যান জার্গেনসেন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার ‘সাসটেইনেবল অ্যান্ড গ্রিন ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট’ বিষয়ে বাংলাদেশ-ডেনমার্ক যৌথ কর্মপরিকল্পনার উদ্বোধন করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রুপ পিটারসেন এ সময় উপন্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী বলেন, গত ৯ জুন কোপেনহেগেনে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে সই হওয়া যৌথ কর্মপরিকল্পনায় ডেনমার্ক বাংলাদেশকে নিম্ন কার্বন নির্গমন, সম্পদ-দক্ষ অর্থনীতিতে রূপান্তরিত করতে সহায়তা করবে।

শাহাব উদ্দিন বলেন যে এই চুক্তি অনুসারে, টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা এবং প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও প্রশমন, পরিবেশগত ক্ষতি এবং জীববৈচিত্র্যের ক্ষতিতে দৃষ্টি নিবদ্ধ করে, একটি টেকসই এবং সবুজ ভবিষ্যত অর্জনের লক্ষ্যে দুই দেশ কাজ করবে।