বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির-১০ এর এইচ/৩২ ব্লকে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) ভোরে এই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত বশির উল্লাহ উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির-১০ এলাকার ফজু মিয়ার ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, “মঙ্গলবার ভোর ৪টার দিকে আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) ও আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।”
তিনি জানান, “এ সময় বশির উল্লাহ মাথায় গুলিবিদ্ধ হলে, ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”