বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “ম্যাডাম (খালেদা) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।” দলের সূত্র জানায়, খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন সিনিয়র নেতা তার বাসায় যান।
পরে, তার চিকিৎসার জন্য আগেই গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, বিএনপি চেয়ারপার্সনকে হাসপাতালে নেয়া হয়। ছোট ভাই শামীম ইস্কান্দার খালেদা জিয়ার প্রাইভেটকারে করে হাসপাতালে নিয়ে যান।খালেদা জিয়া, সর্বশেষ গত ২৯ এপ্রিল একই হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানে পাঁচ দিন চিকিৎসা নেন।
২০২১ সালের এপ্রিল-এ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর, সাত বার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা-সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
খালেদা জিয়া ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তির পর থেকে, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর খালেদা জিয়াকে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে, একই বছর আরেকটি দুর্নীতির মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে, সরকার ২০২০ সালের ২৫ মার্চ সাজা স্থগিত করে, একটি নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেয়।শর্তের মধ্যে রয়েছে, তিনি তার গুলশানের বাড়িতে থাকবেন এবং দেশ ছেড়ে যাবেন না।