বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর জন্য ২৪০টি কার্টুন ভর্তি ১২০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন। সোমবার (১২ জুন) দুপুরে বেনাপোল পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটের নোম্যান্সল্যান্ডে খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়।
এই উপহার, বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরো জোরদার করবে বলে উল্লেখ করেন দুই দেশের প্রতিনিধিরা। বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার। পরে, উপহারের আম ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন তিনি।
উল্লেখ্য, গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিকে এক ট্রাক হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।