প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ৩০ মে সকালেই দেশবাসীর উদ্দেশ্যে টুইট করলেন। মনে করিয়ে দিলেন আজ তাঁর সরকারের নয় বছর পূর্তি। ২০১৯ এ দ্বিতীয়বার ক্ষমতায় এসে তিনি এই দিনে শপথ গ্রহণ করেছিলেন।
অর্থাৎ ঠিক এক বছরের মাথায় তিনি লোকসভা ভোটের মুখোমুখি হবেন। তাই টুইটে প্রধানমন্ত্রী তাঁর সরকারের নয় বছরের অবদানকে তুলে ধরতে বলেছেন, নয় বছর সরকার দেশবাসীর পাশে থেকেছে, জনগণের স্বার্থে কাজ করেছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন প্রতিটি সিদ্ধান্তই তিনি গ্রহণ করেছেন জনসাধারণের প্রয়োজন, স্বার্থের কথা বিবেচনায় রেখে যাতে তাদের অগ্রগতি নিশ্চিত করা যায়।
প্রসঙ্গত বিজেপি আগেই ঘোষণা করেছে মোদী সরকারের নয় বছর নিয়ে তারা দেশব্যাপী প্রচার চালাবে। আগামী এক মাস কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা রাজ্যগুলি সফর করবেন।
সোমবার ২৯ মে পশ্চিমবঙ্গের কলকাতায় পৌঁছে মোদী সরকারের ৯ বছরের কাজের বিবরণ দিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মাণ্ডবিয়া।
রাজ্য বিজেপি সূত্রে খবর আরও অন্তত হাফ ডজন কেন্দ্রীয় মন্ত্রী আগামী এক মাসে পশ্চিমবঙ্গ সফর করবেন, থাকবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং প্রবীণ সাংসদেরা।
পর্যবেক্ষকদের মত, বিজেপি এই এক মাসকে আগামী লোকসভা ভোটের প্রচারের অঙ্গ হিসেবেই কাজে লাগাতে চাইছে। আগামী ভোটও তারা ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানকে সামনে রেখে লড়াই করতে চায়। বিজেপির প্রচারের অভিমুখ হবে উন্নয়নের সুবিধা সমাজের সব অংশ যে পেয়েছে তা পরিসংখ্যান দিয়ে তুলে ধরা। গত রবিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এক গুচ্ছ পরিসংখ্যান দিয়ে কলকাতার সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন বিগত নয় বছরে মোদী সরকার পশ্চিমবঙ্গকে কোন খাতে কত টাকা দিয়েছে।