ভারতে মোদী পদবীধারীদের মানহানির মামলায় সাংসদ পদ খারিজ হওয়ার পর কূটনৈতিক পাসপোর্ট জমা করতে হয়েছিল জাতীয় কংগ্রেস-এর নেতা রাহুল গান্ধীকে। এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য পাসপোর্ট-এর জন্য আদালতের ‘এনওসি’ চেয়ে আর্জি জানিয়েছিলেন কংগ্রেস নেতা। তার বিরোধিতা করে আবার আদালতে আপত্তি জানিয়েছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। কিন্তু আদালত রাহুলের আংশিক আর্জি রাখল।
প্রাক্তন কংগ্রেস সভাপতিকে তিন বছরের জন্য পাসপোর্ট ইস্যু করার নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। বিজেপি নেতা স্বামী রাহুলকে পাসপোর্টের জন্য নো অবজেকশন সার্টিফিকেট না দিতে আদালতে আর্জি জানিয়েছিলেন। আদালত তা খারিজ করে দেয়। তবে এদিন বিচারক বলেছেন, ১০ বছরের জন্য পাসপোর্টের অনুমোদন দেওয়া যাবে না। রাহুলকে তিন বছরের জন্য সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে আদালত এনওসি দিচ্ছে।
ন্যাশনাল হেরাল্ড-এর টাকা নয়ছয়ের অভিযোগে মামলা করেছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাতে অন্যতম অভিযুক্ত রাহুল গান্ধী। সে কারণেই নতুন করে সাধারণ পাসপোর্ট পেতে হলে আদালতের ‘এনওসি’ প্রয়োজন রাহুলের। তাতেই আপত্তি জানিয়েছিলেন স্বামী।
আদালত এদিন বলেছে, যে কোনও নাগরিকের ভ্রমণের অধিকার আছে। তা প্রাথমিক অধিকার। আদালত তা কাড়তে পারে না। অতীতেও রাহুল গান্ধী বিদেশে গিয়েছেন। ন্যাশনাল হেরল্ড মামলায় জামিনের সময়েও তাঁকে কোনও শর্ত দেওয়া হয়নি। ফলে রাহুল গান্ধীর আপাতত কোনও সমস্যা রইল না।