গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার এক ভারতীয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় প্রতিরক্ষা ও সেনাবাহিনীর সম্পর্কে কিছু স্পর্শকাতর তথ্য সংগ্রহ করতেন, তারপর সেই তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়ে দিতেন।
সিবিআই সূত্রে খবর ওই সাংবাদিকের নাম বিবেক রঘুবংশী। তিনি ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন। চরবৃত্তি ও পাচারের অভিযোগে বিবেকের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে মামলা রুজু করেছে সিবিআই।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক আধিকারিকের কথায়, জয়পুর ও দিল্লির মোট ১২টা জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। সেইসব জায়গা থেকে প্রাপ্ত তথ্যে বিবেকের যোগ মিলেছে। এমনকী তাঁর কয়েকজন ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিবিআই সূত্রে খবর, ভারতে ও বিদেশে বিবেকের সঙ্গে কারা কারা যুক্ত আছেন, তাঁদের খোঁজ চালানো হচ্ছে। জানা গেছে, বিবেক ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে নানান তথ্য সংগ্রহ করতেন এবং তা বিদেশে পাচার করতেন। অভিযোগ এমনকী ভারতীয় সেনার বিভিন্ন পরিকল্পনার ক্ষেত্রেও একই পথ অবলম্বন করতেন বিবেক।