এবার ভারতের দক্ষিণে বিজেপির হাতে থাকা একমাত্র রাজ্যটিও বেরিয়ে গেল। কংগ্রেস নিজের ক্ষমতাতেই সরকার গড়তে চলেছে কর্নাটকে। এবং মল্লিকার্জুন খাড়্গের রাজ্যে কংগ্রেসের এই জয় কার্যত ঐতিহাসিক। বিজেপির দ্বিগুণ আসনে কর্নাটকে জিতেছে কংগ্রেস।
আগেরবার কংগ্রেস পেয়েছিল ৮০টি আসন। ২২৪ আসনের কর্নাটকে ম্যাজিক ফিগার ১১৩। বিজেপি আগেরবার পেয়েছিল ১০৪টি আসন। এবার গেরুয়া শিবিরকে টেনে ৬৬তে নামিয়ে দিয়েছে কংগ্রেস। গোটা ১৫ আসন কমেছে জেডিএসেরও।
পাঁচ মাসের মধ্যে দু’টি রাজ্য বিজেপির থেকে ছিনিয়ে নিল কংগ্রেস। গত ডিসেম্বরে হিমাচলপ্রদেশ এবং এই মে মাসে কর্নাটক। হিমাচলের বেলায় কংগ্রেস ততটা প্রচারের আলোয় আসেনি তার কারণ গুজরাতে বিপুল জয় পেয়েছিল বিজেপি। একই দিনে দুই রাজ্যের ভোটের ফল ঘোষণা হয়েছিল। কিন্তু এবার কর্নাটককে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জয় কেন, কী কারণে তার নানান ব্যাখ্যা নানা রাজনৈতিক মহলে হচ্ছে। একদল পর্যবেক্ষক বলছেন একটা বিষয় স্পষ্ট, বিজেপি হিজাব, হালাল, বজরংবলি—এই সবকিছু মিলিয়ে মেরুকরণকে তীব্র আকার দিয়েছিল। কিন্তু প্রচারে দেখা গিয়েছিল সেই দিকে না হেঁটে বিকল্প রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা শুনিয়েছিল। যেখানে ছিল মানুষের রুটিরুজির বিষয়। দেখা গেল কর্নাটকের মানুষ মেরুকরণের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
বিজেপির আসন সংখ্যা গোটা চল্লিশ কমলেও ভোট শতাংশে খুব একটা হেরফের হয়নি গতবারের তুলনায়। তার একটা কারণ হল, বিজেপি জনতা দল সেকুলারের ভোট বাক্সে কিছুটা ভাগ বসাতে সফল হয়েছে। যেখানে যেখানে মূল লড়াই ছিল জেডিএস বনাম বিজেপি, সেখানে গেরুয়া দলের সাফল্য বেশি। ফলে গতবারের ভোট শতাংশ ধরে রেখেছে। কিন্তু যেখানে মূল ল়ড়াই ছিল কংগ্রেসের সঙ্গে, সেখানে বিজেপির ভোট শতাংশ কমেছে। ফলে কংগ্রেস গত বারের চেয়ে ৬ শতাংশ ভোট বাড়িয়ে কার্যত স্যুইপ করেছে কর্নাটকে।
কংগ্রেসের শীর্ষ নেতাদের মতে, সেই কারণেই এই জয় তাৎপর্যপূর্ণ। কেন না বিজেপির সঙ্গে সন্মুখ লড়াইয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ কংগ্রেসকে বেছে নিতে শুরু করেছে।
পর্যবেক্ষকদের অনেকে রাহুল গান্ধীর ভারতজোড়ো যাত্রার কথাও উল্লেখ করছেন। কর্নাটকের বহু জনপদ ছুঁয়ে গিয়েছিল রাহুলের সেই যাত্রা। যেখানে রাহুল বারবার বলেছিলেন, "আমি রাজনীতির অভিমুখ বদলের জন্য হাঁটছি।" পর্যবেক্ষকদের বিশ্লেষণ ধর্ম, জাতপাত, বৈষম্যের বিরুদ্ধে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অভিমুখে রাজনীতিকে ঘোরাতে চেয়েছিলেন তিনি।