উত্তর মেক্সিকোর সীমান্ত রাজ্য সোনোরাতে একজন সাংবাদিকের গাড়ীতে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। ওই গাড়ীতে সাংবাদিকের পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন। তবে অক্ষত অবস্থায় প্রাণ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। নতুন বছরে দেশটিতে কোনও সাংবাদিকের উপর এটাই প্রথম হামলার ঘটনা।
রবিবারের হামলাটি ঘটে ২০২৩ সালের প্রথম দিনেই। দেশটিতে গত তিন দশকের মধ্যে গত বছর ছিল সাংবাদিকদের হত্যার সবচেয়ে ভয়াবহ বছর। ২০২২ সালে কমপক্ষে ১৫ জন সাংবাদিক সেখানে হত্যার শিকার হন।
মিডিয়া সাইট, লা নোটা প্রেনসা ডি সোনোরা জানিয়েছে, তাদের পরিচালক ওমর কাস্ত্রো সিউদাদ ওব্রেগন শহরের একটি রাস্তায় হামলার শিকার হন।
কাস্ত্রো তার মেয়ে এবং এক ভাগ্নেকে সাথে নিয়ে যাচ্ছিলেন, তক্ষুনি তার স্পোর্টস ইউটিলিটি গাড়িতে গুলি চালানো হয়। তার গাড়ীতে লা নোটা প্রেনসা ডি সোনোরা স্টিকার লাগানো ছিল।
সাইটটি জানিয়েছে, আক্রমণকারী চিৎকার করে বলছিল, "আমি তোমাকে হত্যা করতে যাচ্ছি!" তারা গুলিবিদ্ধ গাড়িটির ছবিও পোস্ট করেছে।
লা নোটা প্রেনসা দে সোনোরা প্রধানত স্থানীয় রাজনীতি, সেইসাথে বিনোদন এবং অন্যান্য খবর নিয়ে রিপোর্ট করে।
গত বছর, নিহত সাংবাদিকদের মধ্যে অনেকেই বিশেষ করে ছোট ছোট শহরের সাংবাদিকরা অপর্যাপ্ত বাজেট নিয়ে তাদের নিজস্ব আউটলেটগুলো চালাচ্ছিলেন। অন্যরা টিজুয়ানার মতো বড় বড় শহরে জাতীয় প্রকাশনাসহ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন।
গেল বছর ১৫ ডিসেম্বর, মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী বিশিষ্ট রেডিও এবং টেলিভিশন সাংবাদিক সিরো গোমেজ লেইভাকে তার মেক্সিকো সিটির বাড়ির কাছে সাঁজোয়া গাড়িতে গুলি করে। ওই সাংবাদিক হামলার বর্ণনা দেন এবং তার গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।