সার্বিয়া সীমান্ত আবার খুলে দিয়েছে কসোভো; রাস্তার অবরোধ সরানো এখনো বাকি

সার্ব বিক্ষোভকারীরা কসোভোর মিত্রোভিকা শহরের উত্তরে সার্ব-অধ্যুষিত অংশের কাছে, জাভেকানের কাছে রুদারে গ্রামের নিকটে ব্যারিকেডে দাঁড়িয়ে আছে। ২৯ ডিসেম্বর, ২০২২।

বৃহস্পতিবার কসোভো সার্বিয়ার সাথে দেশের প্রধান সীমান্ত পারাপারের পথটি পুনরায় খুলে দিয়েছে। কাছাকাছি জায়গার একটি ব্যারিকেড দিয়ে সীমান্তটি বন্ধ করে দেয়া হয়েছিল। এটি অপসারণের পর সীমান্ত পুনরায় খুলে দেয়া হয়।সার্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, উত্তর কসোভোতে আরও ১২ টির বেশি সার্ব রাস্তার অবরোধগুলোও ভেঙে দেয়া হবে।

কসোভো নেটো-নেতৃত্বাধীন শান্তিরক্ষীদের কাছে ব্যারিকেড অপসারণের দাবি করেছিল। তারা বলেছিল, নতুবা তাদের বাহিনী ব্যারিকেড অপসারণ করবে। সার্বিয়া তখন কসোভোতে থাকা সার্বদের বিরুদ্ধে ‘আক্রমণ’ বন্ধ করার দাবি জানিয়ে কসোভোর সাথে সীমান্তে তাদের সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি বাড়ায়।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিক বলেছেন, কসোভোর সার্ব নেতাদের সাথে সংকট বিষয়ক গভীর রাতের বৈঠকে ব্লকগুলো অপসারণের চুক্তি হয়েছে।

সন্ত্রাসবাদের অভিযোগে কসোভো প্রাক্তন একজন সার্ব পুলিশ অফিসারের মুক্তি পর এটি ঘটে। তার আগে তার মুক্তির দাবিতে উত্তর কসোভোতে বিক্ষোভ এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে। বুধবার গৃহবন্দি করার নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার মধ্য সকাল পর্যন্ত রাস্তা অবরুদ্ধ ছিল। বেশিরভাগ ছিল জিনিষপত্র বোঝাই ভারি ট্রাক, অন্যান্য যানবাহন এবং তাঁবু দিয়ে অবরোধ তৈরি করা হয়েছিল। কসোভোর পুলিশ জানিয়েছে, অজানা হামলাকারীরা উত্তরাঞ্চলীয় শহর মিত্রোভিকাতে একটি রাস্তায় অবরোধকারি দুটি ট্রাকে আগুন দিয়েছে।

নেটো ১৯৯৯ সালে আক্রমণ বন্ধ করতে এবং সার্বিয়াকে কসোভো থেকে আলাদা করার জন্য হস্তক্ষেপ করেছিল। কিন্তু বেলগ্রেড ২০০৮ সালে কসোভোর স্বাধীনতার ঘোষণাকে স্বীকৃতি দেয় না এবং তারা সমর্থনের জন্য রাশিয়া ও চীনের ওপর নির্ভর করে।

সার্বিয়া এবং কসোভো উভয়কেই বলা হয়েছে, ইইউ সদস্য হওয়ার জন্য তাদের সম্পর্ক স্বাভাবিক করতে হবে। ওয়াশিংটন এবং ব্রাসেলস সম্প্রতি প্রাক্তন এই বৈরিদের মধ্যে ইইউ এর মধ্যস্থতায় সংলাপ এগিয়ে নেয়ার প্রচেষ্টা জোরদার করেছে।