উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষা আবার শুরু; দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তর কোরিয়ার সরকারের দেওয়া এই ছবিতে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উত্তর কোরিয়ার সেন্ট্রাল ক্যাডারস ট্রেনিং স্কুলে বক্তব্য রাখছেন, ১৭ অক্টোবর ২০২২। (ফাইল ফটো)

উত্তর কোরিয়া রবিবার দেশটির পূর্বদিকের সাগরে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি গত একমাসে দেশটির প্রথম অস্ত্র পরীক্ষা। দেশটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম করে নকশা করা, আরও সহজে পরিবহনযোগ্য ও শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পাদনের দাবি করার দুইদিন পর, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালানো হল।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের টংচাঙ্গরি এলাকা থেকে উত্তর কোরিয়ার দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সনাক্ত করে। ক্ষেপণাস্ত্র দুইটি দেশটির উপর দিয়ে উড্ডয়ন করে পূর্বাঞ্চলে সমুদ্র অভিমুখে যায় বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে জানায়।

বিবৃতিতে বলা হয় যে, ক্ষেপণাস্ত্র দুইটি ৫০ মিনিট অন্তর উৎক্ষেপণ করা হয়। তবে আর কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি, যেমন উত্তর কোরিয়া ঠিক কি ধরণের অস্ত্র উৎক্ষেপণ করেছে ও সেগুলো কতখানি পথ অতিক্রম করেছে। জয়েন্ট চিফস অফ স্টাফ জানায় যে, দক্ষিণ কোরিয়া তাদের নজরদারির অবস্থান জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে নিজেদের প্রস্তুতি বজায় রেখেছে।

জাপানের কর্মকর্তারাও বলেছেন যে, তারা উত্তর কোরিয়া থেকে উৎক্ষেপিত ঐ দুইটি ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছেন। জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে যে, উত্তর কোরিয়া থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলো কোরিয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে এসে পড়েছে। জাপানের উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা বলেছেন যে, দুইটি ক্ষেপণাস্ত্রই জাপানের নিজস্ব অর্থনৈতিক এলাকার বাইরের সাগরে পড়েছে।