জ্যাকপট বিজয়ী না থাকায় পাওয়ারবল গ্র্যান্ড প্রাইজ বেড়ে দাঁড়িয়েছে ১০০ কোটি ডলারে

ক্যালিফোর্নিয়ার হথোর্নে মাহের দিয়াব তার টিকিটগুলো দেখাচ্ছেন, ২৮ অক্টোবর ২০২২।

অংশগ্রহণকারীরা হারতে থাকায় পাওয়ারবল জ্যাকপটের পরিমাণ বেড়েই চলেছে।

শনিবার রাতে একই ঘটনা আবারও ঘটে। এদিনও কেউই ছয়টি নম্বরের সবগুলোই মিলাতে পারেনি। ফলে কেউই আনুমানিক ৮২ কোটি ৫০ লক্ষ ডলারের গ্র্যান্ড পুরস্কারটি জিততে পারেনি। এর অর্থ হল যে সোমবার সন্ধ্যায় ১০০ কোটি ডলারের এক বিশাল পুরস্কারের জন্য ড্র অনুষ্ঠিত হবে। পাওয়ারবল এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

শনিবার সন্ধ্যার বিজয়ী নম্বরগুলো ছিল: সাদা বলের ১৯, ৩১, ৪০, ৪৬, ৫৭ এবং লাল পাওয়ার বলের ২৩।

বর্ধিত এই জ্যাকপটটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জ্যাকপট হতে চলেছে। বৃহত্তম পুরস্কারটি ছিল ১৫৮ কোটি ৬০ লক্ষ ডলারের এক পাওয়ারবল জ্যাকপট। ২০১৬ সালে তিনজন টিকিটের মালিক ঐ পুরস্কারটি জিতেন।

যদিও প্রচার করা হচ্ছে যে, সর্বোচ্চ পুরস্কারটি আনুমানিক ১০০ কোটি ডলারের হবে, তবু সেটি শুধুমাত্র সেই বিজয়ীদের জন্যই, যারা কিনা তাদের পুরস্কারে পাওয়া অর্থ ২৯ বছর ধরে বার্ষিক কিস্তিতে নিবেন। প্রায় সবসময়ই বিজয়ীরা নগদ অর্থ গ্রহণ করতেই বেশি ইচ্ছুক হন। সোমবারের ড্র-এর জন্য এমন নগদ অর্থের পরিমাণ হবে আনুমানিক ৪৯ কোটি ৭৩ লক্ষ ডলার।

পাওয়ারবল জানায় যে, টিকিট বিক্রি বেড়ে যাওয়ায় জ্যাকপটের পরিমাণ শুক্রবারের ৮০ কোটি ডলার থেকে বেড়ে, শনিবারের ড্র-এর সময়ে ৮২ কোটি ৫০ লক্ষ ডলারে পৌঁছে যায়।

ছয়টি নম্বরই মিলিয়ে লটারির সর্বোচ্চ পুরস্কারটি কেউ পেয়েছেন, এমন ঘটনার পর প্রায় তিনমাস পেরিয়ে গিয়েছে। এর আগে ৩ আগস্টে পেনসিলভেনিয়ার এক ব্যক্তি জ্যাকপটে ২০ কোটি ৬৯ লক্ষ ডলার পান। প্রতি ২৯ কোটি ২২ লক্ষ টিকিটে মাত্র একটি টিকিটেরই পাওয়ারবলে জ্যাকপট বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে এখন পর্যন্ত পরপর ৩৭টি ড্র-তে কেউ জ্যাকপট বিজয়ী হয়নি।

৪৫টি অঙ্গরাজ্যে পাওয়ারবল লটারি খেলা যায়। অঙ্গরাজ্যগুলো ছাড়াও ওয়াশিংটন ডিসি, পুয়ের্তো রিকো ও ইউএস ভার্জিন আইল্যান্ডস থেকেও পাওয়ারবলে অংশগ্রহণ করা যায়।