ঘূর্ণিঝড় জুলিয়ার প্রভাবে ২৮ জনের মৃত্যু, মধ্য আমেরিকায় প্রবল বৃষ্টি

এল সাভাদরের কোমাসাগুয়ায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় জুলিয়ার প্রভাবে হওয়া একটি ভূমিধসে সেনারা নিহত হয়। ঘটনাস্থলের কাছে একটি ট্রাক্টর কাজ করছে। ১০ অক্টোবর, ২০২২।

হারিকেন জুলিয়া শেষ হয়ে গেছে কিন্তু নিকারাগুয়ায় আঘাত হানার পর এটি প্রশান্ত মহাসাগরে আবার দেখা দেয়। এর ফলে সোমবার গুয়াতেমালা এবং এল সালভাদরে এখনো বৃষ্টি হচ্ছে।

ঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবে অন্তত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গুয়াতেমালার দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছে, আলতা ভেরাপাজ প্রদেশে পাহাড় ধসে ৫ জন মারা গেছে, তাদের কবর দেয়া হয়েছে। এবং মেক্সিকোর নিকটবর্তী হুয়েহেতেনাঙ্গো প্রদেশে উদ্ধার কার্যক্রম সম্পাদন করতে গিয়ে ১ জন সৈন্যসহ ৯ জন মারা গেছে।

এল সালভাদরের কর্তৃপক্ষ জানিয়েছে, কোমাসাগুয়া শহরে আশ্রয় নেয়া একটি বাড়িতে প্রাচীর ধসে ৫ জন সেনা মারা গেছে। সেখানে শত শত পুলিশ এবং সৈন্য গ্যাং-বিরোধী অভিযান পরিচালনা করছে। আরও একজন সেনা আহত হয়েছেন।

প্রতিবেশী হন্ডুরাসে একজন ২২ বছর বয়সী তরুণী স্রোতের কবলে পড়ে মারা যান এবং উত্তর হন্ডুরাসে তাদের নৌকা ডুবে ৩ জন মারা যান। নিকারাগুয়ায় গাছ থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়।

গুয়াতেমালায় দুজন মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্যা এবং তীব্র স্রোতের কারণে প্রায় ১৩শ মানুষকে তাদের বাড়ি ছেড়ে যেতে হয়েছে।

গুয়াতেমালার উপকূল বরাবর যাওয়ার সময় সোমবার শেষের দিকে জুলিয়া বিলীন হয়ে যাবে বলে আশা করা হচ্ছিল।

নিকারাগুয়ায় ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো টিএনএইট টেলিভিশনকে বলেছেন, সাড়ে ৯ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

পানামা, হন্ডুরাস এবং কোস্টারিকাতেও ভারী বৃষ্টিপাত এবং এর ফলে লোকজনের স্থানান্তরের খবর পাওয়া গেছে। সেখানে বৃষ্টির কারণে কিছু হাইওয়ে বন্ধ হয়ে গেছে।