ইরাকি পার্লামেন্ট তাদের স্পিকারের পদত্যাগের বিষয়ে অধিবেশন শুরু করলে ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদরের সমর্থকরা বুধবার আবারও বাগদাদের গ্রিন জোন সরকারি এলাকায় হামলা চালায়।
এপির সাংবাদিকরা সদরকে সমর্থকদের পতাকা ওড়াতে দেখেছেন। সে সময় নিরাপত্তা বাহিনী তাদের চারপাশে জড়ো হচ্ছিল।
আল-সদরের ব্লক গত অক্টোবর মাসে পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করলেও তিনি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারেননি। তার অনুসারীরা ইরান-সমর্থিত শিয়া গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বীদের সরকার গঠনে বাধা দিতে জুলাইয়ের শেষ দিকে পার্লামেন্টে হামলা চালায়।
পরবর্তীকালীন সমাবেশ, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ, পালটা সমাবেশ এবং সংসদের বাইরে অবস্থান- এসব কারণে সরকার গঠন প্রক্রিয়া থমকে গেছে।
আল-সদর এখন সংসদ ভেঙে দেয়ার এবং আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন এবং ভোটের পর থেকে তার ইরান-সমর্থিত প্রতিদ্বন্দ্বীদের সাথে ক্ষমতার লড়াইয়ে রত আছেন।