বাগদাদে শিয়া ধর্মগুরুর সমর্থকরা আবার সরকারি এলাকায় হামলা করেছে

বাগদাদে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনী গ্রিন জোন সরকারি এলাকায় যাওয়ার একটি সেতু বন্ধ করে দিয়েছে। ২৮ সেপ্টেম্বর, ২০২২।

ইরাকি পার্লামেন্ট তাদের স্পিকারের পদত্যাগের বিষয়ে অধিবেশন শুরু করলে ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদরের সমর্থকরা বুধবার আবারও বাগদাদের গ্রিন জোন সরকারি এলাকায় হামলা চালায়।

এপির সাংবাদিকরা সদরকে সমর্থকদের পতাকা ওড়াতে দেখেছেন। সে সময় নিরাপত্তা বাহিনী তাদের চারপাশে জড়ো হচ্ছিল।

আল-সদরের ব্লক গত অক্টোবর মাসে পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করলেও তিনি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারেননি। তার অনুসারীরা ইরান-সমর্থিত শিয়া গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বীদের সরকার গঠনে বাধা দিতে জুলাইয়ের শেষ দিকে পার্লামেন্টে হামলা চালায়।

পরবর্তীকালীন সমাবেশ, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ, পালটা সমাবেশ এবং সংসদের বাইরে অবস্থান- এসব কারণে সরকার গঠন প্রক্রিয়া থমকে গেছে।

আল-সদর এখন সংসদ ভেঙে দেয়ার এবং আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন এবং ভোটের পর থেকে তার ইরান-সমর্থিত প্রতিদ্বন্দ্বীদের সাথে ক্ষমতার লড়াইয়ে রত আছেন।