শনিবার দক্ষিণ আফগানিস্তানের একটি স্কুলে অবিস্ফোরিত অস্ত্রের বিস্ফোরণ ঘটলে, চারজন শিশু নিহত এবং তিনজন আহত হয়। পুলিশ এবং একজন ডাক্তার বলেছেন, শিশুরা অবিস্ফোরিত ওই গোলাটি না বুঝেই তাদের স্কুলের ভিতরে নিয়ে এসেছিল।
দেশটির হেলমান্দ প্রদেশে এই ঘটনাটি ঘটে। প্রাদেশিক পুলিশ প্রধানের অফিসের এক বিবৃতিতে বলা হয়, শিশুরা একটি অবিস্ফোরিত গোলার সন্ধান পায় এবং সেটি তাদের মাদ্রাসার ভিতরে নিয়ে আসে এবং এটি নিয়ে খেলতে শুরু করে।
পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, শিশুদের বয়স ৭ থেকে ১৪ বছরের মধ্যে এবং বিস্ফোরণে কমপক্ষে আরও তিন শিশু আহত হয়েছে।
কয়েক দশক ধরেই যুদ্ধ-বিগ্রহে ভুগছে আফগানিস্তান এবং শিশুদের জন্য দেশটি অত্যন্ত বিপজ্জনক জায়গা। কারণ, শিশুরা প্রায়ই তাদের পরিবারকে সাহায্য করার উদ্দেশ্যে বিক্রি করার জন্য লোহা লক্কড়ের টুকরা সংগ্রহ করে। সংগৃহীত সেসব লোহা লক্কড়ের সাথে অনেক সময়ই তারা অবিস্ফোরিত অস্ত্র নিয়ে আসে এবং এসব অস্ত্রের বিস্ফোরণে অনেকেই নিহত কিংবা পঙ্গু হয়ে যায়।
শনিবারের বিস্ফোরণে তিন শিশু সাথে সাথেই মারা যায়। সেখানকার একজন চিকিৎসকের মতে, প্রাদেশিক রাজধানী লস্কর গাহের হাসপাতালে আহত অবস্থায় এক মেয়ে পরে মারা যায়। সংবাদ মাধ্যমের সাথে তাদের কথা বলা নিষিদ্ধ তাই নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিত্সক এ কথা বলেন।