আদিবাসী শিশু কল্যাণে ত্রুটির ক্ষতিপূরণে কানাডা ১৫ বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে

২০২২ সালের ৩১ মার্চ ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে এসেম্বলি অফ ফার্স্ট নেশন্সের সদস্যরা পারফর্ম করেছে।

সোমবার কানাডিয়ান সরকার বলেছে, শিশু কল্যাণ তহবিলে দীর্ঘমেয়াদী নিম্ন অনুদানের কারণে ক্ষতিগ্রস্থ ফার্স্ট নেশন্স শিশু এবং পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার জন্য তারা ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে।

কানাডার একটি সরকারি সংস্থা ইন্ডিজেনাস সার্ভিসেস কানাডা বলেছে, কানাডার ইতিহাসে এটি সর্ববৃহৎ সেটেলমেন্ট।

এটি কানাডার শিশু কল্যাণ ব্যবস্থার সংস্কার করা সংক্রান্ত সামগ্রিক ৩১ দশমিক ১ বিলিয়ন মূল্যের চুক্তির অর্ধেক । এর মধ্যে ফার্স্ট নেশনস চাইল্ড এন্ড ফ্যামিলি সার্ভিসেস প্রোগ্রামের জন্য ৫ বছরের তহবিল অন্তর্ভুক্ত।

এ সেটেলমেন্টটি এখনো কানাডিয়ান মানবাধিকার ট্রাইব্যুনাল এবং ফেডারেল আদালত দ্বারা অনুমোদিত হতে হবে।

ফার্স্ট নেশনস চিলড্রেন এন্ড ফ্যামিলি কেয়ারিং সোসাইটি এবং এসেম্বলি অফ ফার্স্ট নেশন্স ২০০৮ সালে কানাডিয়ান হিউম্যান রাইটস অ্যাক্টের অধীনে একটি অভিযোগ দায়ের করে। তারা যুক্তি দেয় যে, আদিবাসী শিশু কল্যান পরিষেবাগুলো অন্যান্য সম্প্রদায়ের শিশুদেরকে প্রদত্ত পরিষেবার তুলনায় দীর্ঘকাল অপরিমিত ছিল।

২০১৬ সালের আদমশুমারি থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ১৫ বছরের কম বয়সী কানাডিয়ান শিশুদের ৮ শতাংশেরও কম আদিবাসী, কিন্তু ফস্টার হোমে থাকা ১৫ বছরের কম বয়সী শিশুদের অর্ধেকই আদিবাসী।

কানাডিয়ান মানবাধিকার ট্রাইব্যুনাল ২০১৬ সালে রায় দেয় যে, ফেডারেল সরকার ফার্স্ট নেশনস শিশুদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও আদালত সেই রায় বহাল রাখে।