রানী ঐতিহ্যবাহী রয়াল গার্ডেন পার্টির মরসুমে অংশ নিচ্ছেন না

৫ই মে ২০২২, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, উইন্ডসর ক্যাসেলের বাসভবন থেকে ভার্চুয়ালী সেন্ট লুসিয়া অ্যান্টনি সেভরিনের জন্য নতুন হাই কমিশনারকে অভ্যর্থনা জানান

রানী দ্বিতীয় এলিজাবেথ ঐতিহ্যবাহী রাজকীয় বাগান পার্টির মরসুমটিতেএবার থাকতে পারছেন না। প্রাসাদের কর্মকর্তারা বৃহস্পতিবার বলেন,সাধারণত তিনি লন্ডন এবং এডিনবারায় তাঁর প্রাসাদের প্রাঙ্গনেশত শত মানুষের সাথে যে সাক্ষাত করে থাকেন তা তিনি করতে পারবেন না।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয় যে ৯৬ বছর বয়সী রানীর পরিবর্তে তার পরিবারের অন্য সদস্যরা ঐ অনুষ্ঠানটিতে প্রতিনিধিত্ব করবেন।

মহামারীর আগে প্রতি বছর রানী ৩০হাজারেরও বেশি লোককে বাকিংহাম প্রাসাদে বা এডিনবারার প্যালেস অফ হোলিরুডহাউজের বাগানে আমন্ত্রণ জানিয়েছেন। অতিথিরা হচ্ছেন যারা নানা ভাবে তাদের সম্প্রদায়কে সেবা করেছেন তারা সকলেই পার্টিতে রানী এবং অন্যান্য রাজপরিবারের সদস্যদের সাথে কথা বলার সুযোগ পান।

গত তিন বছরের মধ্যে এবার প্রথমবারের মতো আগামী সপ্তাহ থেকে পার্টি শুরু হতে যাচ্ছে।

রানী এই বছর বেশ কয়েকটি বড় উৎসবে অংশ নিতে পারেননি এবং এর পরিবর্তে অনলাইনে সেই কাজগুলো চালিয়ে গিয়েছেন। তাকে অক্টোবর মাসে একটি রাত হাসপাতালে কাটাতে হয়েছিল এবং তাঁর ডাক্তারের নির্দেশে বেশ কয়েক মাস ধরে তিনি কেবল হালকা ধরণের দায়িত্ব পালন করছেন।

মার্চ মাসে রানী তার প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের জীবনের প্রতি সম্মান প্রদর্শনের জন্য একটি স্মরণসভায় অংশ নিয়েছিলেন।

ফেব্রুয়ারি মাসে রানী তার প্ল্যাটিনাম জয়ন্তী – সিংহাসনের বসার ৭০ বছর পূর্ণ করলেন। এই মাইলফলকটি উদযাপনের জন্য এই মাসের শেষের দিকে এবং জুনে বড় আকারের উৎসব আয়োজন করা হবে এতে কনসার্ট এবং প্যারেইডও অন্তর্ভূক্ত থাকবে ।