যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমিগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে যৌন নিপীড়নের অভিযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যখন কিনা করোনাভাইরাস মহামারী চলাকালে শিক্ষার্থীরা স্বশরীরে উপস্থিত হয়ে আবারও ক্লাস করা শুরু করেন।
কর্মকর্তাদের মতে এই বৃদ্ধিটি একাডেমিগুলোতে একটি ঊর্ধ্বমুখী প্রবণতারই ধারাবাহিকতা, যদিও যৌন নিপীড়ন রোধ ও চিকিৎসার নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তবে, গত তিন বছরের মোট ঘটনার সংখ্যা তুলনা করা বেশ জটিল একটি কাজ।মহমারীর কারণে ২০১৯-২০ শিক্ষাবর্ষ সংক্ষিপ্ত করে, সে বছরের বসন্তে ক্লাস বাতিল করে বাকি বছরের ক্লাস অনলাইনে করার জন্য শিক্ষার্থীদের বাসায় ফেরত পাঠিয়ে দেয়া হয়। ফলে সে বছর সকল একাডেমিতেই এমন ঘটনার অভিযোগের সংখ্যা হ্রাস পায়।
তবে যদিও সে বছর এমন ঘটনার সংখ্যা কম ছিল, তবুও একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা জানান যে, প্রবণতা লক্ষ্য করলে মনে হয় যে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দেয়া না হলে হয়ত সে বছরের মোট সংখ্যাও আগের বছরের তুলনায় বেশিই হত। তা ছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের অভিযোগের ঘটনার সংখ্যাও মহামারীরর আগের ২০১৮-১৯ বছরের তুলনায় বেশি।
বৃহস্পতিবার পেন্টাগনের প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট পয়েন্টে অবস্থিত এয়ারফোর্স একাডেমি ও ইউএস মিলিটারি একাডেমিতে এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে মোট অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ বছরে মোট ১৩১টি অভিযোগ করা হয়, যেটি তার আগের বছর ছিল ৮৮টি এবং তারও আগের বছর ছিল ১২২টি।
১৩১টি অভিযোগের মধ্যে কলোরাডোর এয়ারফোর্স একাডেমিতে ৫২টি নিপীড়নের ঘটনার অভিযোগ করা হয়। অপরদিকে নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্টে ৪৬টি এবং মেরিল্যান্ডের ইউএস নেভাল একাডেমিতে ৩৩টি অভিযোগের ঘটনা ঘটে।