টিকা সংক্রান্ত নির্দেশ, মাস্ক ও লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ করতে শনিবার কানাডার রাজধানীতে হাজার হাজার মানুষ জড়ো হন।
অটোয়ার কেন্দ্রীয় এলাকা গাড়ির হর্নের শব্দে সরগরম হয়ে উঠে। পার্লামেন্ট হিল-এর আশেপাশে এক সারি ট্রাক ও গাড়ি পার্কিং করে রাখা হয়। কেউ কেউ ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল চত্বরে গাড়ি রাখেন, যদিও পুলিশ অনুরোধ করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
অটোয়ার মেয়র জিম ওয়াটসন একটি টুইট বার্তায় বলেন, “টুম্ব অফ দ্যা আননোন সোলজার রয়েছে, এমন একটি পবিত্র জায়গায় গাড়ি রাখা চূড়ান্তরূপে অমর্যাদা প্রদর্শন করা।”
কোভিড সম্পর্কিত বিধিনিষেধগুলোকে কেউ কেউ ফ্যাসিবাদের সাথে তুলনা করেছেন। কানাডার পতাকা উল্টো করে তাতে নাৎসি চিহ্নও ব্যবহার করা হয়। একটি ট্রাকে একটি কনফেডারেট পতাকা লাগানো ছিল। অনেকেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তীব্র সমালোচনায় কড়া সংকেত প্রদর্শন করছিলেন।
ট্রাক ও অন্যান্যদের সমাবেশের কারণে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় প্রস্তুত হয় পুলিশও। শহরের বাসিন্দাদের কেন্দ্রীয় ঐ এলাকাটি এড়িয়ে চলতে সতর্ক করে পুলিশ। সংসদের একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা সাংসদদের নিজেদের বাসার দরজা ভালভাবে বন্ধ করে রাখতে উপদেশ দেন। তাদের পারিবারিক বাসা লক্ষ্য করে হামলার সম্ভাবনার কিছু খবরের কারণে এমন উপদেশ দেওয়া হয়।
প্রতিবাদটির সংগঠকরা কোভিড-১৯ এর বিষয়ে সকল বিধিনিষেধ ও টিকা বিষয়ক নির্দেশনাগুলো জোরপূর্বক অপসারণ করানোর আহ্বান করেছেন। অন্যরা ট্রুডোকে অপসারণের আহ্বান জানিয়েছেন।
সপ্তাহান্তব্যাপী র্যালীর অংশ হিসেবে ১০,০০০ পর্যন্ত প্রতিবাদকারী জড়ো হতে পারেন বলে পার্লামেন্টারী প্রটেকটিভ সার্ভিস শঙ্কা করছে।