সোমবার মালদ্বীপে, সাফ কাপের ম্যাচে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পেল না ভারত। ঠেকিয়ে দিল বাংলাদেশ। ড্র করেই মাঠ ছাড়তে হল নীল জার্সিধারীদের।
২৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে গিয়েছিল ভারত। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে লকার রুমে যান ভারতীয় ফুটবলাররা। এরপর ৫৪ মিনিটে সরাসরি লালকার্ড দেখেন বাংলাদেশ দলের বিশ্বনাথ ঘোষ।
সেই সময়ে অনেকেই ভেবেছিলেন, বাকি ৩৬ মিনিটে দশ জনের বাংলাদেশের ঘাড়ে চেপে বসবে ভারত। কিন্তু ৭৪ মিনিটে গোল হজম করে বসে ভারতীয় ডিফেন্স। বাংলাদেশের হয়ে সমতা ফেরান ইয়াসিন আরাফাত।
এবার পাঁচটি দেশ নিয়ে হচ্ছে সাফ কাপ। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ভারত, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আয়োজন দেশ মালদ্বীপ। পাকিস্তান ফুটবল ফেডারেশনকে ফিফা সাসপেন্ড করায় এবার তাঁরা এই টুর্নামেন্টে নেই। ভুটান ফুটবল ফেডারেশন কোভিডের কারণে অংশগ্রহণ করেনি। আগেই এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল।