অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে আসছে সেভেন ইলেভেন স্টোর, আনছেন মুকেশ আম্বানি


মুকেশ আম্বানি- ফাইল ফটো- রয়টার্স
মুকেশ আম্বানি- ফাইল ফটো- রয়টার্স

ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির হাত ধরে দেশটিতে আসছে আমেরিকার সেভেন ইলেভেন ইনকর্পোরেটেডের (7-11 Inc) কনভেনিয়েন্স স্টোর। বৃহস্পতিবার রিলায়েন্স রিটেল বিবৃতি দিয়ে জানায়, আগামী শনিবার মুম্বাইয়ের শহরতলি অঞ্চলে প্রথম দোকানটি খুলবে সেভেন-ইলেভেন। খুব দ্রুত দেশের বাণিজ্যিক রাজধানীতে আরও কয়েকটি দোকান খুলবে ওই সংস্থা। ২০১৯ সালে ফিউচার রিটেলের সঙ্গে চুক্তি হয় সেভেন ইলেভেনের। কিন্তু ফ্রানচাইজি ফি দিতে না পারায় কিছুদিন আগে চুক্তি বাতিল হয়।

এই বাজারে এর আগেই বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে রিলায়েন্স। গতবছর ১৩ হাজার কোটি টাকা খরচ করে তারা দেশের বিভিন্ন প্রান্তে ১৫০০ নতুন দোকান খুলেছে।

সেভেন ইলেভেন ইনকর্পোরেটেডের সদর দফতর আমেরিকার ডালাসে। ১৯২৭ সালে কোম্পানি প্রতিষ্ঠা হয়। তাদের খুচরা পণ্যের দোকানগুলিকে বলা হয় কনভেনিয়েন্স স্টোর। এই ধরনের দোকানে কফি, স্ন্যাক ফুড, কনফেকশনারি, সফট ড্রিংক, তামাক, লটারির টিকিট, ওষুধ, প্রসাধনী দ্রব্য, খবরের কাগজ, ম্যাগাজিন, সবই বিক্রি হতে পারে। সেভেন-ইলেভেন ইনকর্পোরেটেড বিশ্বের বৃহত্তম খুচরা ব্যবসায়ী সংস্থাগুলির মধ্যে একটি।

সেভেন ইলেভেন ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট জো ডি পিন্টো বলেন, ভারতের জনসংখ্যা বিশ্বে দ্বিতীয় সর্বাধিক। যে দেশগুলির অর্থনীতি সবচেয়ে দ্রুতগতিতে বিকাশ হচ্ছে, ভারত তার অন্যতম। তাঁর মতে, ভারতের বাজারে বিনিয়োগ করার জন্য বর্তমান সময়টাই আদর্শ।

বৃহস্পতিবারই ফোর্বস ম্যাগাজিন জানায়, ২০২১ সালে ৪০০ কোটি ডলার উপার্জন করেছেন মুকেশ আম্বানি। ভারতীয় মুদ্রায় তার মূল্য ৩০ হাজার কোটি টাকা। তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ৯২৭০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ প্রায় ৭ লক্ষ কোটি রুপি। সম্প্রতি ১০০ জন ধনীতম ভারতীয়ের তালিকা প্রকাশ করেছে ফোর্বস পত্রিকা। তাতে দেখা যায়, ভারতে ধনীতম ব্যক্তি এখনও মুকেশ আম্বানিই। দ্বিতীয় স্থানে আছেন শিল্পপতি গৌতম আদানি। মুকেশ এবং গৌতম, দু'জনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁরা উঠে এসেছেন মোদীর নিজের রাজ্য গুজরাট থেকে।

গৌতম আদানির সম্পদের পরিমাণ ৭৪৮০ কোটি ডলার। অর্থাৎ ৫ লক্ষ ৬০ হাজার কোটি রুপির বেশি। ধনীতমদের তালিকায় তৃতীয় স্থানে আছেন শিল্পপতি শিব নাদার। তাঁর সম্পদের পরিমাণ ৩১০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ প্রায় ২ লক্ষ ৩২ হাজার কোটি রুপি। শিব নাদার এইচসিএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা। চতুর্থ স্থানে আছেন ও পি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন সাবিত্রী জিন্দাল। তাঁর সম্পত্তির পরিমাণ ১৮০০ কোটি ডলার। অর্থাৎ প্রায় ১ লক্ষ ৩৪ হাজার কোটি রুপি। ফোর্বস ম্যাগাজিনের বক্তব্য, অতিমহামারীর দুই বছরে ভারতের ধনীতমদের সম্পত্তি বেড়েছে ৫০ শতাংশ।

XS
SM
MD
LG