অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেমিককে খুঁজতে কোচবিহারে ঢুকে পড়লেন বাংলাদেশের তরুণী


ছবিতে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মীরা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের ঠাকুরানবাড়ি গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে একটি বেড়ার কাছে টহল দিচ্ছে৷ ২ সেপ্টেম্বর ২০১৬। (ছবই-এপি/অনুপম নাথ)
ছবিতে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মীরা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের ঠাকুরানবাড়ি গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে একটি বেড়ার কাছে টহল দিচ্ছে৷ ২ সেপ্টেম্বর ২০১৬। (ছবই-এপি/অনুপম নাথ)

প্রেমের টানে ঘর ছাড়ার খবর প্রায়ই পাওয়া যায়। এবার ঘটনাটা একটু অন্যরকম, শুধু ঘর ছাড়া নয়, একেবারে দেশ ছাড়া প্রেমিকা। প্রেমিকের খোঁজে সীমান্ত ভুলে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েন এক তরুণী। তবে প্রেমিককে না পেলেও পুলিশের চোখে ধরা পড়ে যায় সে।

গতকালই বিএসএফের হাতে ধরা পড়ে বাংলাদেশের এক তরুণী। ঘটনাটি ঘটেছে কোচবিহারে। পরে বিএসএফ তাকে তুলে দেয় সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে। গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানেই উঠে আসে প্রেমের গল্প।

পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণীটি বাংলাদেশের বগুড়ার বাসিন্দা। মাস ছয়েক আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় ভারতীয় এক যুবকের সঙ্গে। তারপর কথাবার্তা বাড়তে থাকে নিজেদের মধ্যে। এমনকি ফোন নম্বরও বিনিময় হয়। আলাপ ক্রমশ প্রেমে পরিণত হয়।

এইভাবেই বেশ দিন কাটছিল। কিন্তু হঠাৎই মেয়েটির বাড়ির লোক বিয়ে ঠিক করে ফেলে তার। আর তাতেই দিশেহারা হয়ে প্রেমিকের খোঁজে সীমান্ত পেরিয়ে চলে আসেন এই দেশে। জানতেন যে তার প্রেমিক থাকেন কোচবিহারের তুফানগঞ্জে। তাই তাকে খুঁজতেই একাই বেরিয়ে পড়েন।

বিএসএফের নজরে পড়তেই গতকাল কোচবিহারের দিনহাটার দিঘলটারিতে ভারত-বাংলাদেশ সীমান্তে ওই তরুণীকে আটক করে তারা। সেখান থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ঠিকানা এখন তাঁর থানায়।

XS
SM
MD
LG