অ্যাকসেসিবিলিটি লিংক

দ্বিতীয় মেয়াদে কলকাতার মেয়র হিসাবে শপথ নিলেন ফিরহাদ হাকিম


কলকাতার মেয়র হিসাবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। (ফাইল ফটো- দিব্যাংশু সরকার/ এএফপি)
কলকাতার মেয়র হিসাবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। (ফাইল ফটো- দিব্যাংশু সরকার/ এএফপি)

কলকাতা পৌরসভা সভা নির্বাচনে একক আধিপত্য রেখেই জয় পেয়েছে তৃণমূল। সেইমতই পৌরসভা নতুন বোর্ড গঠন হলো মঙ্গলবার। মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। শপথ নেওয়ার পরই তিনি জানান, "পৌরসভার মাথায় সাতশো কোটির দেনা আছে।"

এদিন ফিরহাদ হাকিমকে শপথবাক্য পাঠ করান মেয়র পারিষদের সদস্য তথা অনুষ্ঠানের সভাপতি রাম পিয়ারি রাম।

শপথবাক্য পাঠের পর তিনি কলকাতার সব কাউন্সিলরদের উদ্দেশে বলেন, "যখন ডাকি, তখন পাই এই কথা মাথায় রাখতে হবে সবাইকে। মানুষের সমস্ত সুবিধা অসুবিধায় যেন কাউন্সিলরকে পায় এলাকাবাসী সেটা দেখতে হবে।" পাশাপাশি, তিনি বলেন, "পৌরসভার ৭০০ কোটি টাকার দেনা আছে।"

তিনি আরও বলেন, "কলকাতাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন আছে, তা পূরণ করতে হবে। পুরসভায় অনেক প্রবীণ অভিজ্ঞতা সম্পন্ন কাউন্সিলর যেমন আছেন, তেমনই অনেক নতুন মুখও আছেন। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদের সদস্যরা। ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, তাপস রায় প্রমুখ।

XS
SM
MD
LG