অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিড সংক্রমণ বাড়ছে, কলকাতা হাইকোর্ট ফিরছে ভার্চুয়াল শুনানিতে


কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

কোভিডের সংক্রমণ বাড়ার ফলে, কলকাতা হাইকোর্ট ফিরছে ভার্চুয়াল শুনানিতে।

শনিবার হাইকোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ৩ জানুয়ারি সোমবার থেকে হাইকোর্টে এই ভার্চুয়াল শুনানির ব্যবস্থা কার্যকর হবে। যে মামলায় জামিনের জন্য অভিযুক্তকে হাজির করানোর বিষয় থাকবে বা যে মামলায় কোনও নথি পেশের বিষয় থাকবে, সে ক্ষেত্রে শুধুমাত্র শারীরিক ভাবে আদালতে উপস্থিত হতে হবে।

বাদবাকি সমস্ত সওয়াল-জবাব, শুনানি হবে ভার্চুয়াল ব্যবস্থায়।

হাইকোর্টের নোটিসে বলা হয়েছে, জেলা আদালতগুলিতেও সমস্ত মামলায় একই ভাবে ভার্চুয়াল শুনানি হবে। নিম্ন আদালতগুলির ক্ষেত্রে কী হবে তা ঠিক করবে সংশ্লিষ্ট জেলা আদালত। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

এর আগেও কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়ে হাইকোর্টে সমস্ত মামলার শুনাই হয়েছিল ভার্চুয়ালই। বহু গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে গত দু’বছরে। এবার সংক্রমণ যখন ফের ঊর্ধ্বমুখী তখন সেই ভার্চুয়াল শুনানিতেই ফিরল হাইকোর্ট।

XS
SM
MD
LG