অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইউরোপে আরো কঠোর করা হচ্ছে মাস্ক আইন 


রোমের একটি উন্মুক্ত বাজারে জনগণকে, সার্জিক্যাল মাস্ক বা এফএফপি-২ মাস্ক পরে হাটতে দেখা যাচ্ছে, ৯ই জানুয়ারী, ২০২২, ছবি/গ্রেগোরিও বোর্জিয়া/এপি
রোমের একটি উন্মুক্ত বাজারে জনগণকে, সার্জিক্যাল মাস্ক বা এফএফপি-২ মাস্ক পরে হাটতে দেখা যাচ্ছে, ৯ই জানুয়ারী, ২০২২, ছবি/গ্রেগোরিও বোর্জিয়া/এপি

আগেকার কোভিড সংক্রমণের বেলায় ইতালিতে মাস্ক পরা হবে নাকি হবে না, এই দ্বন্দ্বের ক্ষেত্রে ইতালি চরমভাবে "হ্যাঁ-বোধক" সাড়া দিয়েছিলো।ইউরোপে এখন মহামারীর সেই এককালীন কেন্দ্রবিন্দু ইতালি মনে করে যে সাম্প্রতিক সংক্রমণের ঢেউ মোকাবেলায় আরো মাস্ক পরার আরও কঠোর আইন তাদের সাহায্য করতে পারে।

আরো সংক্রমণশীল, তবে দৃশ্যত এতটা তীব্র নয় ওমিক্রন প্রকরণ গোটা মহাদেশে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য দেশগুলোও একই ধরণের ব্যবস্থা নিতে চলেছে।

ইতালির হাসপাতালগুলোর আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো দ্রুতই ভ’রেযাচ্ছে ভ্যাকসিন নেন নি এমন রোগী দিয়ে; যদিও সরকার বড়দিনের আগের দিন ঘোষণা দিয়েছিলেন যে, এফএফপি-২ মাস্ক, যা কাপড় বা সার্জিকাল মাস্কের চাইতে বেশি সুরক্ষা নিশ্চিত করে, তা অবশ্যই বিমান, ট্রেন, ফেরি এবং সাবওয়ে'র মত জনপরিবহনে পরতে হবে।

ইতালি নতুন করে উন্মুক্ত জায়গায় মাস্ক ম্যান্ডেট পূণর্বহাল করেছে । তবে গ্রীষ্মে সংক্রমণের হার দ্রুতভাবে নেমে গেলেও তারা, ঘরের ভেতরে মাস্ক পরার ম্যান্ডেট কখনই তুলে নেয় নি।

স্পেন বড়দিনের আগের দিন উন্মুক্ত জায়গায় মাস্ক নীতি পুনর্বহাল করে।১৪ দিন ধরেসংক্রমণেরহার বৃদ্ধি পেয়ে গত সপ্তাহের শেষনাগাদ ছিল প্রতি এক লক্ষে ২,৭২২, অক্টোবরের মাঝামাঝি ছিল প্রতি এক লক্ষে ৪০ জন।তারপর প্রধানমন্ত্রী পেড্রো সানচেজকে বাইরেমাস্কপরারম্যান্ডেট সহায়তা করছে কিনা তা জিজ্ঞাসা করা হয়।

পর্তুগাল নভেম্বরের শেষভাগে মাস্ক পরিধান পুনর্বহাল করে।৮৬% লোকের টিকা নেয়ার লক্ষ্যমাত্রা অর্জিত হলে তাদের বেশির ভাগ লোকমাস্ক পরিধান বর্জন করেছিল।

গ্রীসও তাদের খোলা জায়গায় মাস্ক পরার ম্যান্ডেট পুনর্বহাল করেছে। সেখানে গণ পরিবহনে এবং অভ্যন্তরীণ উন্মুক্ত জায়গায় এফএফপি-২ বা দু’টি সার্জিক্যাল মাস্ক পরতেহবে।

এ সপ্তাহে ডাচ সরকারের রোগ প্রাদুর্ভাব ব্যবস্থাপনা দল রেস্তোরা, জাদুঘর, থিয়েটার এবং অভ্যন্তরীণ ক্রীড়া অনুষ্ঠানে ১৩ জনের বেশি জন সমাবেশের ক্ষেত্রে মাস্ক ম্যান্ডেট শুরু করার সুপারিশ করেছে।লক ডাউনের আওতায় এসব জায়গা বর্তমানে অন্তত শুক্রবার পর্যন্তবন্ধ রয়েছে।

ফ্রান্সে প্যারিসসহ বহু শহরে ডিসেম্বর মাসে বাইরে মাস্ক পরার ম্যান্ডেট অংশত পুনর্বহাল করা হয় এবং উন্মুক্ত জায়গায় শিশুদের মাস্ক পরিধানের বয়স ১১ থেকে ৬ ‘এনামানো হয়েছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামের গত সপ্তাহে ঘোষণা করেন যে, জনগণ যদি ২ মিটার দূরত্ব বজায় রাখতে না পারেন, তবে তাদেরকে অবশ্যই বাইরে এফএফপি-২ পরিধান করতে হবে।

ব্রিটেনে প্রধানমন্ত্রী বরিস জনসন, যিনি টিকাদানের ওপর মনোযোগ নিবদ্ধ রেখেছেন, সেখানে উন্মুক্ত জায়গায় কখনই মাস্ক পরিধানের বাধ্যতামূলক ছিল না।

তবে এ মাসে সরকার জানায় মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের এখন ক্লাসে মুখ ঢাকতে হবে।তবে শিক্ষামন্ত্রী, নাদিম জাহাবি বলেন, "প্রয়োজনের চেয়ে একদিনেরও বেশি তা প্রযোজ্য হবে না"।

এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, "যুক্তরাজ্যের পরিস্থিতি প্রমাণ করে যে মহামারী নিয়ন্ত্রণে আনতে শুধুমাত্র টিকার ব্যবহার যথেষ্ট ছিল না, যদিও টিকাদান শুরু করার ক্ষেত্রে ব্রিটেন ছিল অন্যতম প্রথম সারির দেশ"।

XS
SM
MD
LG