অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে মুসলমানদের বিরুদ্ধে ‘গণহত্যার’ ডাক দেয়ার অভিযোগে হিন্দু পুরোহিত কারাগারে


ভারতের রাজধানী নয়া দিল্লিতে, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা-বিদ্বেষমূলক বক্তৃতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছে বিভিন্ন বাম সংগঠনের কর্মীরা। ২৭ ডিসেম্বর, ২০২১।
ভারতের রাজধানী নয়া দিল্লিতে, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা-বিদ্বেষমূলক বক্তৃতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছে বিভিন্ন বাম সংগঠনের কর্মীরা। ২৭ ডিসেম্বর, ২০২১।

ভারতের কর্তৃপক্ষ এক হিন্দু পুরোহিতকে ধর্মীয় সহিংসতায় উষ্কানি দেবার অভিযোগে অভিযুক্ত করেছে বলে পুলিশ সোমবার জানিয়েছে। তিনি ডানপন্থী সমর্থকদের একটি সম্মেলনে ভারতের মুসলমানদের “গণহত্যা” করার আহ্বান জানিয়েছিলেন।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা স্বতন্ত্র কুমার বলেন যে, যতি নরসিংহানন্দ গিরি-কে প্রাথমিকভাবে শনিবার গ্রেফতার করা হয়েছিল। নারীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতে প্রথমে তাকে গ্রেফতার করা হয়। চরম ডানপন্থী জাতীয়তাবাদীদের প্রকাশ্য সমর্থক গিরি, একই সাথে একজন হিন্দু পুরোহিত। গ্রেফতারের পরদিন হরিদ্বারের একটি আদালতে তাকে উপস্থাপন করা হয়। মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তৃতা এবং তাদের বিরুদ্ধে সহিংসতার প্ররোচনার অভিযোগের ভিত্তিতে, আদালত গিরি-কে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠায়।

গিরি-কে একজন “অপরাধ পুনরাবৃত্তিকারী” হিসেবে ব্যাখ্যা করে কুমার জানান যে, গিরি’র বিরুদ্ধে সোমবার আনুষ্ঠানিকভাবে “ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ” ছড়ানোর অভিযোগ দায়ের করা হয়। দোষী সাব্যস্ত হলে তার পাঁচ বছরের সাজা হতে পারে।

ডিসেম্বরে গিরি এবং অন্যান্য ধর্মীয় নেতারা, মুসলিমদের বিরুদ্ধে “একটি গণহত্যার” জন্য হিন্দুদের অস্ত্র ধারণ করার আহ্বান করেন বলে পুলিশের একটি অভিযোগ থেকে জানা যায়। উত্তরখন্ডের উত্তর প্রান্তের পবিত্র শহর হরিদ্বারে, একটি সম্মেলনে এই আহ্বান জানান তারা। গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করার পর, এই মামলায় গ্রেফতার হওয়া দ্বিতীয় ব্যক্তি গিরি।

তিনদিনব্যাপী ওই সম্মেলনটির নাম “ধর্ম সংসদ”। সম্মেলনটি আয়োজনে সহায়তা করেছিলেন গিরি। কয়েক বছর ধরে চলতে থাকা, মুসলিমবিরোধী বিদ্বেষমূলক বক্তৃতার ধারাবাহিকতাই চলে সেই সম্মেলনে। রুদ্ধদ্বার সেই সম্মেলনে, এখনও পর্যন্ত সহিংসতার সবচেয়ে স্পষ্ট আহ্বানগুলোর কয়েকটি পরিলক্ষিত হয়।

ভারতের ১৪০ কোটি জনসংখ্যার প্রায় ১৪% মুসলিম। হিন্দুপ্রধান এই দেশটি দীর্ঘদিন ধরেই, তাদের বহুসাংস্কৃতিক বৈশিষ্ট্য প্রচার করে আসছে।

XS
SM
MD
LG