লখিমপুর খেরিতে কৃষকদের ওপরে গাড়ি চালিয়ে দেওয়ার চারদিনের মাথায়, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানতে চাইল, কতজন গ্রেফতার হয়েছে? শুক্রবারের মধ্যে রাজ্য সরকারের কাছে এসম্পর্কে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। তাতে যোগী সরকারকে লখিমপুর-খেরিতে মৃত আটজন সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে, "যা ঘটেছে, তা খুবই দুর্ভাগ্যজনক। কাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, ক'জন গ্রেফতার হয়েছে, সব আমরা জানতে চাই।"
বুধবারই লখিমপুরের ঘটনার একটি নতুন ভিডিও দেখা গিয়েছে। তাতে পরিষ্কার কৃষকদের জমায়েত শান্তিপূর্ণ ছিল। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের কনভয় সেই জমায়েতের মধ্যে ঢুকে পড়ে। অভিযোগ, মন্ত্রীর ছেলে আশিস মিশ্র একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল ভিড়ের মধ্যে চালিয়ে দেন। তাঁর নামে এফআইআর করা হয়েছে। কিন্তু তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি। জেরাও করা হয়নি।
ওই ঘটনা উল্লেখ করে আইনজীবী শিবকুমার ত্রিপাঠি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানাকে লিখেছিলেন, "কর্তৃপক্ষের গাফিলতির জন্য কয়েকজন মারা গিয়েছেন। এক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।" ত্রিপাঠি আদালতের হস্তক্ষেপ দাবি করেছিলেন। তাঁর মতে, "গণতান্ত্রিক দেশে এমন ঘটনায় যে ব্যবস্থা নেওয়া উচিত, উত্তরপ্রদেশ সরকার তা নেয়নি।"
ওদিকে লখিমপুরে কৃষি আইন বিরোধী প্রতিবাদী কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র তেনির ছেলে আশিস মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে উত্তরপ্রদেশ পুলিশ।
বুধবার রাতে লখিমপুরে মৃত লাভপ্রীত সিং-এর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ১৯ বছর বয়সী লাভপ্রীতের বাড়ির লোক প্রশ্ন তোলেন, মন্ত্রীর ছেলের বিরুদ্ধে কেন এখনও ব্যবস্থা নেয়নি পুলিশ?
লাভপ্রীতের বাবা সতনাম সিং বলেন, "সরকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে। কিন্তু তাতে লাভ কি? পুলিশ এখনও আশিসকে জেরা করেনি। গ্রেফতারও করেনি।" উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিজি প্রশান্ত কুমারকে প্রশ্ন করা হয়, অভিযুক্তরা ভিআইপি বলেই কি পুলিশ ব্যবস্থা নিতে দেরি করছে? তিনি বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, খুনিরা ছাড়া পাবে না। একটি এফআইআরও করা হয়েছে। কেউ ছাড়া পাবে না। কিন্তু টিভি চ্যানেলের স্টুডিওতে বসে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না।"
প্রশান্ত কুমারকে প্রশ্ন করা হয়, পুলিশের ওপরে কি চাপ রয়েছে? তিনি বলেন, কিসের চাপ? এফআইআর করা হয়েছে। মৃতদের পরিবারও তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।
মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে মন্ত্রী অজয় মিশ্র বলেন, যে স্পোর্টস ইউটিলিটি ভেহিকলটি চাষিদের চাপা দিয়েছিল, সেটি তাঁর ছেলেই ব্যবহার করেন। তবে চাষিদের চাপা দেওয়ার সময় তিনি গাড়িতে ছিলেন না।