নোভাক জোকোভিচকে আজ শনিবার আবার অভিবাসন আটককেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে। কোভিডের টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর আইনি চ্যালেঞ্জটি উচ্চ আদালতে প্রেরণের পর, তাঁকে সেখানে পাঠানো হয়।
ফেডারেল আদালতে জোকোভিচের আইনি চ্যালেঞ্জ শুনানির জন্য আগামীকাল রবিবার দিন ধার্য করা হয়েছে। এর একদিন পরই শীর্ষস্থানীয় এই পুরুষ টেনিস খেলোয়াড় এবং অস্ট্রেলিয়ান ওপেনে নয়বার বিজয়ী জোকোভিচের এ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস প্রতিযোগিতায় শিরোপা রক্ষার লড়াইয়ে নামার কথা।
জোকোভিচ এবং তাঁর আইনজীবিরা স্থানীয় সময় সকালে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। মধ্য দুপুর নাগাদ অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানায়, এই টেনিস তারকাকে আবার আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, একটি অভিবাসন আটককেন্দ্রের কাছে ৩৪ বছর বয়সী সার্বিয়ার এই খেলোয়াড় মাস্ক পরিহিত অবস্থায় একটি গাড়িতে বসে আছেন।
আজ শনিবার ফেডারেল প্রধান বিচারপতি জেমস অ্যালসপ ঘোষণা দেন, তিনি মামলাটি বিচারপতি ডেভিড ও’ ক্যালাহান ও অ্যান্থনি বেসাংকোকে সঙ্গে নিয়ে শুনানি করবেন।
একজন বিচারপতির পরিবর্তে তিনজন বিচারপতির আপিল শুনানির সিদ্ধান্তটি বিচার বিভাগের দৃষ্টিভঙ্গি থেকে মামলাটির গুরুত্ব বৃদ্ধি করেছে। এতে করে এ বিষয়ে প্রদত্ত যে কোনো রায়ের বিরুদ্ধে আপিল করার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে।
গত তিনটি অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী জোকোভিচ আগামীকাল রবিবার ভিডিও শুনানি পর্যবেক্ষণের জন্য হোটেল থেকে তাঁর আইনজীবির অফিসে যাওয়ার অনুমতি পাবেন।
জোকোভিচ ২১তম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস শিরোপা জিতে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন। বর্তমানে তিনি ইতিহাসের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের পাশে একসঙ্গে অবস্থান করছেন।