অ্যাকসেসিবিলিটি লিংক

কাতারের আমিরের ঢাকা সফরকালে বন্দি বিনিময় সহ ৬টি চুক্তি সই হবে


সোমবার, ২২ এপ্রিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বংলাদেশ সফরে আসছেন।
সোমবার, ২২ এপ্রিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বংলাদেশ সফরে আসছেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বংলাদেশ সফরে আসছেন সোমবার (২২ এপ্রিল)। দু'দিনের এই সফরের সময় বাংলাদেশ ও কাতারের মধ্যে ১১টি সহযোগিতার বিষয়ে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হবে।

রবিবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, ৬টি চুক্তির মধ্যে একটি হলো বন্দী বিনিময় চুক্তি। তিনি বলেন, “এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। চলতি বছর নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য থেকে এটিই প্রথম উচ্চ পর্যায়ের সফর।”

এছাড়া, বাণিজ্য ও বিনিয়োগ, দ্বৈত কর পরিহার, জনশক্তি রপ্তানি সংক্রান্ত নথিও সই হবে কাতারের আমিরের এই সফরে, জানান পররাষ্ট্রমন্ত্রী।

দ্বিপক্ষীয় ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র ছাড়াও, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। বৈঠকে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে।

হাছান মাহমুদ বলেন, “স্বাভাবিকভাবেই ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত আলোচনায় আসতে পারে। গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সবাই এটা চায়। আমরাও চাই।”

XS
SM
MD
LG