অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি ঈদের আগেই গ্রেপ্তার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঈদুল ফিতরের আগে, আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রবিবার (৭ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ দাবি জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিএনপি নেতারা জামিনের জন্য আদালতে হাজির হন। এরপর শেখ হাসিনার ‘আজ্ঞাবহ আদালত' তাদের কারাগারে পাঠান।

“দ্বিতীয় বাকশাল সরকারের জুলুম-নির্যাতনে জনগণ কষ্ট পাচ্ছে। দেশে সভা-সমাবেশ করার সব সুযোগ-সুবিধা শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোগ করছে। এখানে অন্য রাজনৈতিক দলগুলোর এটা করার অধিকার নেই;” তিনি যোগ করেন।

আওয়ামী লীগ নির্বাচনি প্রক্রিয়াকে কলুষিত করে রাষ্ট্রক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাস সীমা ছাড়িয়ে গেছে।”

রিজভী উল্লেখ করেন, গণতন্ত্রের মূলনীতি কবর দিয়ে, আওয়ামী লীগ দেশকে একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। “এ অবস্থায় মানুষের মন থেকে ঈদের আনন্দের অনুভূতি উধাও হয়ে গেছে;” রিজভী আরো বলেন।

এবারের ঈদ, মধ্য ও নিম্ন আয়ের মানুষের জন্য নিরানন্দের বলে উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, “দেশের সর্বত্র নির্যাতন চলছে। রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগ জুলুম-নির্যাতন, গুম, হত্যা, বিরোধী দলের বিরুদ্ধে গায়েবি ও মিথ্যা মামলা দায়ের অব্যাহত রেখেছে।”

রুহুল কবির রিজভী আরো বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৫০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে দেড় লাখ মিথ্যা মামলা দিয়েছে।

‘দেশে রাজবন্দী নেই, যারা আছেন তারা বিএনপি কর্মী’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

এদিকে, গত ৯ মার্চ পুলিশের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, “বিএনপির দাবি, তাদের হাজার হাজার কর্মী রাজবন্দী অবস্থায় রয়েছেন। আমি বলবো, দেশে রাজবন্দী বলতে কেউ নেই। আমাদের কাছে যারা বন্দী আছেন তারা বিএনপির কর্মী।”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

“রাজবন্দী বলতে কেউ নেই। যারা প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর করেছে; যারা পুলিশ-আনসার পিটিয়ে হত্যা করেছে; নারীদের অপমান করেছে; আমরা ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি; যেটা পুলিশ করছে;” বলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, ইংল্যান্ডে বসে থেকে তিনি (তারেক রহমান) এদেশে তার দলের রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। “তিনি শুধু এ দেশের জনগণের নয়, তার দলের নেতা-কর্মীদেরও ভালো চান না;” আসাদুজ্জামান খান যোগ করেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দাবি করে যে, ১৪ সপ্তাহে ৭৯টি মামলায় ১ হাজার ২৪৯ জন বিএনপি নেতা–কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আরো বলেছে, সরকার গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির ২১ হাজার ৮৩৫ জন নেতা-কর্মীকে কারাগারে বন্দী করেছে।

XS
SM
MD
LG