অ্যাকসেসিবিলিটি লিংক

সাইমন কোভেনিকে ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেছেন হাছান মাহমুদ


পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাছান মাহমুদের সঙ্গে আয়ারল্যান্ডের বাণিজ্যমন্ত্রী সাইমন কোভেনি। ১৮ মার্চ, ২০২৪।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাছান মাহমুদের সঙ্গে আয়ারল্যান্ডের বাণিজ্যমন্ত্রী সাইমন কোভেনি। ১৮ মার্চ, ২০২৪।

বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য আয়ারল্যান্ডের প্রতি আহবান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন আয়ারল্যান্ডের বাণিজ্যমন্ত্রী সাইমন কোভেনি। এ সময় হাছান মাহমুদ ভিসা প্রক্রিয়া সহজ করার জন্যও আহবান জানান।

কয়েক হাজার বাংলাদেশিকে বসবাসের অনুমতি দেয়ার জন্য আয়ারল্যান্ডকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি, আরো বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে আয়ারল্যান্ডে উচ্চতর পড়াশোনার জন্য সুযোগ দেয়ার জন্য অনুরোধ করেন।

কাজ করার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে সাইমন কোভেনিকে অনুরোধ করেন হাছান মাহমুদ। বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে বাংলাদেশ সফরে আসার জন্য আয়ারল্যান্ডের মন্ত্রীকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

নতুন উদ্যোগের মাধ্যমে পণ্য ও সেবায় দ্বিপক্ষীয় বাণিজ্য আরো বাড়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া, ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য অগ্রাধিকার ও ২০৩২ সালের পর জিএসপি+ সুবিধার জন্য আয়ারল্যান্ডের সমর্থন কামনা করেন।

আয়ারল্যান্ডের বাণিজ্যমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তার নতুন নিয়োগের জন্য অভিনন্দন জানান।

XS
SM
MD
LG