অ্যাকসেসিবিলিটি লিংক

মারা গেছেন ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ


‘চাইম’ ব্যান্ডের জনপ্রিয় ভোকালিস্ট খালিদ।
‘চাইম’ ব্যান্ডের জনপ্রিয় ভোকালিস্ট খালিদ।

জনপ্রিয় গায়ক খালিদ আর নেই। সোমবার (১৮ মার্চ) রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, রাত সোয়া ৭টায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে খালিদের বয়স হয়েছিল ৬০ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।

‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ। তার জনপ্রিয় গানগুলো মধ্যে রয়েছে; ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘সরলতার প্রতিমা’, ‘আবার দেখা হবে’ এবং আরো কিছু গান।

গোপালগঞ্জে জন্ম নেয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা শুরু করেন। গত শতকের আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী খালিদ। তিনি ভোকালিস্ট হিসেবে ‘চাইম’ ব্যান্ডে যোগ দিয়েছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার রাতে গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে মরদেহ নেয়া হবে গোপালগঞ্জে; সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

XS
SM
MD
LG